ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় অস্ত্রগুদামে ইসরাইলী বিমান হামলা

প্রকাশিত: ০৬:৩৪, ২৭ ডিসেম্বর ২০১৮

সিরিয়ায় অস্ত্রগুদামে ইসরাইলী বিমান হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি অস্ত্রগুদামে ইসরাইল বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়ার সামরিক বাহিনী। মঙ্গলবার রাতে দামেস্কের কাছে ভারি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর এএফপি ও বিবিসির। রাষ্ট্রীয় গণমাধ্যমকে সিরীয় সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্রগুদামে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তিন সৈন্য আহত হয়েছেন। অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়া। এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি ইসরাইল। শুধু জানিয়েছে, একটি সিরীয় ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার জন্য তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সচল করেছিল তারা। এতে ইসরাইলের কেউ আঘাত পায়নি এবং কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। মঙ্গলবার রাতেই সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দামেস্কের ওপর দিয়ে চলমান একটি বস্তুকে ধ্বংস করার ফুটেজ সম্প্রচার করে, এ সময় ভারি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই কামান থেকে গোলাবর্ষণের শব্দ আসে। সিরীয় গণমাধ্যমে প্রকাশিত হামলার প্রতিবেদন সম্পর্কে কোন মন্তব্য করেনি ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। দামেস্কের কাছে মঙ্গলবার ইসরাইলের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। ইসরাইল জানিয়েছে, তারা বিমান বিধ্বংসী গোলার কবল থেকে নিজেদের রক্ষা করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, লেবাননের হিজবুল্লাহর খনন করা সীমান্ত অতিক্রম সুড়ঙ্গগুলোর অবস্থান নির্ণয় ও ধ্বংসের কাজ প্রায় সম্পূর্ণ করে এনেছে ইসরাইলী সেনাবাহিনী। সরকার এপ্রিলে আগাম নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের একদিন পর ইসরাইলী প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদের নিরাপত্তা বিষয়ক সদস্যদের সঙ্গে উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় এক সফরকালে এ কথা বলেন। নেতানিয়াহু বলেন, আইডিএফ (ইসরাইলী সেনাবাহিনী) সুড়ঙ্গগুলো অকেজো করার কাজের ওপর আমাদের ব্রিফ করেছে। কাজ প্রায় শেষ পর্যায়ে। তিনি তার দফতর প্রকাশিত মন্তব্যে বলেন, সুড়ঙ্গ অস্ত্র হিজবুল্লাহকে অগ্রাহ্য করার জন্য এখানে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নেয়া হয়েছে।
×