ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মালেক সরদার

নবীনের হোক কর্মসংস্থান

প্রকাশিত: ০৬:১১, ২৭ ডিসেম্বর ২০১৮

নবীনের হোক কর্মসংস্থান

পুরনো সব প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব চুকিয়ে নতুন উদ্যমে সবকিছু শুরু“ করার পরিকল্পনা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত। সবচেয়ে বড় ব্যাপার হলো জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর। বিজয়ের এ মাসে এবং বছরের শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কারণে সবার মধ্যে যেন একটু বাড়তি উত্তোজনা কাজ করছে। কারণ, উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বছর এমনটাই আশা করে আছেন সবাই। তাই বাংলাদেশের এই ভোট উৎসবে যেন কোন অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকেই। নতুন বছরটা যেন শুরু হয় আমাদের সবার প্রত্যাশার মতো করে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। এই উন্নয়নের জন্য অবশ্যই আমাদের ধন্যবাদ জ্ঞাপন করতে হবে বর্তমান সরকারের প্রতি। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, প্রযুক্তি তথা সব ক্ষেত্রেই অসামান্য উন্নতি সাধিত হচ্ছে। মহাকাশেও পৌঁছে গেছে আমাদের লাল-সবুজের পতাকা। সবকিছু মিলিয়ে বিশ্বের বুকে উন্নয়নের মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তবে আমাদের যে সমস্যা নেই তা নয়। আশা করি নির্বাচিত সরকার এই সীমাবদ্ধতার প্রতি খেয়াল রেখে তা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো বেকার সমস্যা। প্রতি বছর বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে। এ সমস্যা সমাধানে কর্মমুখী শিক্ষা প্রসারের ব্যবস্থা করতে হবে। কারিগরি শিক্ষাকে আরও গুরুত্ব দিতে হবে। বেশিরভাগ শিক্ষিতদের মধ্যে ভাবনা একটাই, সেটা হলো চাকরি। বিভিন্ন খাতে নতুন নতুন উদ্যোক্তা হওয়ার ব্যাপারে কিন্তু তরুণদের তেমন উৎসাহ লক্ষ্য করা যায় না। এ ব্যাপারে সরকারীভাবে সহায়তাসহ তরুণদের উৎসাহিত করতে হবে। এ বছর সবচেয়ে বেশি যে ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে তার মধ্যে প্রশ্নফাঁস একটি। এই প্রশ্নফাঁসের মতো ঘৃণিত অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ এই প্রশ্নফাঁসের সংস্কৃতি যদি চলতেই থাকে তাহলে আগামী প্রজন্মের পঙ্গু হতে খুব বেশি দেরি নেই। সামনের বছর প্রশ্নফাঁস স্বমূলে নির্মূল করতে হবে। রাস্তাঘাটে দুর্ঘটনা এড়াতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। আমরা চাই না আর কোন প্রাণ অকালে ঝরে যাক। ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে হবে। টাকার লোভে যারা অপ্রাপ্ত বয়স্ক চালকদের হাতে গাড়ির চাবি তুলে দেয় তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এ রকম আরও কিছু সমস্যা রয়েছে যার সমাধান জরুরী। সব শেষে আমাদের প্রত্যাশা থাকবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমের যেন নতুন বছরটা শুরু হয়। সব ভালর সঙ্গে যেন শুরু“হয় নতুন বছর। উন্নয়নের ধারাবাহিতা যেন অব্যাহত থাকে। আমরা চাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। আগামীর নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাক আরও বহুদূর। সারা বিশ্ব এক নামে চিনুক লাল সবুজের প্রিয় পতাকা, প্রিয় বাংলাদেশকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে
×