ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নূরজাহান নীরা

বিভেদ ভুলে দেশটা গড়ি

প্রকাশিত: ০৬:১০, ২৭ ডিসেম্বর ২০১৮

বিভেদ ভুলে দেশটা গড়ি

মানুষের মনোজগত খুবই বিচিত্র। রোগ-শোক, জরাজীর্ণ, অভাব-অনটন, পাওয়া-না পাওয়া, সব গ্লানির মাঝেও ‘নতুন’ শব্দটা সেই জগতকে দারুণভাবে উদ্বেলিত করে। প্রবল আবেগে নাড়া দিয়ে যায় সুখাবেশের। নতুনকে বরণ করার জন্য মন হয়ে ওঠে ব্যাকুল। ক’দিন পরেই নতুন বছর ২০১৯ সাল। এই নতুন বছরকে ঘিরে কত মনে কত ভাবনারা আনাগোনা করছে তার হিসাব মিলানো দায়। ব্যবসা, চাকরি, নতুন বাসা, নতুন সংসার আরও কত কিছু। সব কিছুর পাশাপাশি এবার বাড়তি যোগ হচ্ছে নতুন বছরে নতুন সরকার গঠন। জনগণের প্রত্যাশা ক্ষুধা- দারিদ্র মুক্ত একটা দেশ। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য সবাই মিলে সম্মিলিত ভাবে কাজ করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা যদি দেশকে ভালবাসি, দেশপ্রেম মনে থাকে তাহলে কাজ করব দেশের জন্য, নাই বা পেলাম আসন, এই মনোভাব থাকবে আশা রাখি, যারা দেশের জন্য কাজ করার অঙ্গীকার করছেন এই মুহূর্তে তাদের সবার। গ্যাস, বিদ্যুত এবং কৃষিÑ এই তিন খাতকে আরও উন্নত করার কথা ভাবতে হবে। দেশবান্ধব, জনবান্ধব সরকার সেটা ভাববেন অবশ্যই। ইতোমধ্যেই দেশ অনেক এগিয়ে গেছে উন্নয়নের পথে, বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে, সুদূরপ্রসারী চিন্তিত মননের মাধ্যমে। সব কাজের মাঝেও কিছুটা অপূর্ণতা থাকতে পারে, থেকে যায়। বিগত দিনের যত অপূর্ণতা আগামী দিনের সঠিক পদক্ষেপ, সঠিক সিদ্ধান্তই পারে সেই অপূর্ণতাকে পূর্ণতায় ভরে দিতে। এই শপথ নিয়ে শুরু হোক নতুন বছর ধর্ষণ-খুন-ঘুম-বেকারত্ব-দারিদ্র্য ও দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ার। শস্য-শ্যামলা, সুজলা-সুফলা পলি মাটির দেশ বাংলাদেশ। নদীর দেশ, পাখির দেশ, মায়ের দেশ, ভাইয়ের দেশ আমার সোনার বাংলাদেশ। দেখতে চাই সুখের দেশ বাংলাদেশ। স্লোগান হোক- আসুন সকল দেশবাসী এই বছরে শপথ করি বিভেদ ভুলে সবাই মিলে মনের মতো দেশটা গড়ি...। ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে
×