ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেনা অফিসার পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্কতা

প্রকাশিত: ০৫:৫২, ২৭ ডিসেম্বর ২০১৮

সেনা অফিসার পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্কতা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে এক শ্রেণীর প্রতারক, অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি বর্তমানে নিজেদেরকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে মাঠে নেমেছে। সম্প্রতি এ ধরনের কিছু অসাধু ব্যক্তি নিজেদেরকে সেনাবাহিনীর লে কর্নেল/তদুর্ধ পদবির অফিসার পরিচয় দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে ফোন করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিনিময়ে অর্থের চাহিদা দিচ্ছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলাবাহিনী এ রকম ভুয়া সেনাবাহিনীর অফিসার পরিচয়দানকারী কয়েক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ভবিষ্যতে এ সকল অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি এ ধরনের অনৈতিক কার্যকলাপ চালানোর আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন ও তাৎক্ষণিকভাবে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হলো। -আইএসপিআর।
×