ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে জুতার গুদামে আগুন

প্রকাশিত: ০৫:৫২, ২৭ ডিসেম্বর ২০১৮

ময়মনসিংহে জুতার গুদামে আগুন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় নগরীর বাণিজ্যিক এলাকা গাঙিনাপাড়ের আজাদ শপিং সেন্টারের জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান রাত ৮টায় জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শপিং সেন্টারের ৫ তলায় অবস্থিত জুতার গুদামে আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়াস সার্ভিসকে খবর দেয়। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গাঙিনারপাড়ে শফিকুর রহমানের মালিকানাধীন আজাদ শপিং সেন্টারের ৫তলা ভবনের ৫ম তলায় জুতার গুদামে আগুন লাগে সন্ধ্যা ৭টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মী রাত ৮টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। শপিং সেন্টারের মালিক শফিকুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে গুদামে আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে পানি সঙ্কটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কিছুটা বাধাগ্রস্ত হয়।
×