ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকায় ভোট দিন ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:৫১, ২৭ ডিসেম্বর ২০১৮

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকায় ভোট দিন ॥ মতিয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ ডিসেম্বর ॥ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা, শেখ হাসিনার নৌকা ও শান্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে স্বাধীনতার সপক্ষের শক্তিকে দেশ পরিচালনার দায়িত্বে পুনরায় নির্বাচন করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দলের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বুধবার সন্ধ্যায় নকলা উপজেলার শেখ রাসেল স্মৃতি স্টেডিয়াম প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। প্রায় ২৫ হাজার মানুষের উপস্থিতিতে ওই জনসভায় মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের আপন মা। আর বিএনপি পড়ে পাওয়া চৌদ্দআনা। লুটপাট করেছে বাংলাদেশকে। তারা হলো এদেশের মানুষের সৎ মা। সতাই মা আপন মায়ের মতো হতে পারে না। তাই যদি আপন মায়ের কোলে থাকতে চান তাহলে নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দিলে দেশে শান্তি আসবে। আপনারা যদি বছরের প্রথমদিন ছেলে মেয়েদের জন্য বিনা পয়সায় বই চান, বিদ্যুশ চান, বি.এ ক্লাস পর্যন্ত উপবৃত্তি চান, রাস্তা চান, দেশের আয় উন্নতি চান তাহলে বঙ্গবন্ধুর মেয়েকে, নৌকাকে ভোট দিন। তিনিই পারবেন দেশকে এগিয়ে নিতে। আপনাদের সমস্যার সমাধান করতে। মতিয়া চৌধুরী ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের কঠোর সমালোচনা করে বলেন, কামাল হোসেনের নিজের কোমর ভাঙ্গা। দলে কোন লোক নাই। এখন ভাড়া খাটতে গেছে বিএনপিতে। মাথাছাড়া বিএনপিকে উনি কিছুই দিতে পারবেন না। তিনি আরও বলেন, বিএনপি শবে বরাত মানে না। ওই রাতে দাউদকান্দিতে পেট্রোল বোমায় বাবা-মেয়েকে হত্যা করেছে। বাবা-ছেলেকে নিয়ে কুটুম বাড়িতে বেড়াতে যাবে। ভ্যান গাড়িতে বাচ্চাকে রেখে সিএনজি আনতে গেছে। এসে দেখে সন্ত্রাসীরা ছেলেকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলেছে।
×