ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত তাদের সহিংস রূপ প্রকাশ করছে ॥ নানক

প্রকাশিত: ০৫:৫০, ২৭ ডিসেম্বর ২০১৮

বিএনপি-জামায়াত তাদের সহিংস রূপ প্রকাশ করছে ॥ নানক

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার প্রভাবে বিএনপি-জামায়াতের নাশকতা ও সহিংস রূপ উন্মোচিত হচ্ছে বলে দাবি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির অভিযোগ, জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে থেকেই জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি-জামায়াত নেতারা নির্বাচন ভ-ুলের নানা অপকৌশল অবলম্বন করে আসছে। জাতীয় নির্বাচনের তিন দিন আগে ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবি নির্বাচন ভ-ুলের অপকৌশল ছাড়া আর কিছুই নয়। বুধবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের নির্বাচনে কালো টাকার প্রভাব, সন্ত্রাস, নাশকতা ও সহিংস রূপ ততই উন্মোচিত হচ্ছে। তাদের ন্যায়-নীতি ও সততার মুখোশ ছিঁড়ে বেরিয়ে আসবে বীভৎস্য চেহারা। তিনি বলেন, দেশবাসী দেখেছে যে, রাজধানীর মতিঝিল এলাকা থেকে র‌্যাব নগদ ৮ কোটি টাকা, ১০ কোটি টাকার চেক এবং তারেক জিয়ার ছবি সংবলিত বিএনপি প্রার্থীর পোস্টার, টাকার সঙ্গে ঢাকার একটি আসনের সব ভোটারের নাম ঠিকানা সংবলিত একটি তালিকাসহ হাওয়া ভবনের কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, এর আগেও দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট প্রার্থীদের পক্ষে প্রায় দেড় শ’ কোটি টাকা পাঠানো হয়েছে। সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, এসব অর্থ দুর্নীতিবাজ ও দ-প্রাপ্ত আসামি তারেক রহমানের মাধ্যমে দুবাই থেকে হুন্ডির মাধ্যমে বাংলাদেশে এসেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যার পেছনে রয়েছে দেশবিরোধী গভীর ষড়যন্ত্র ও নির্বাচনবিরোধী চক্রান্ত এবং পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের অপতৎপরতা। নির্বাচনকে প্রভাবিত ও প্রশ্নবিদ্ধ এবং সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেই এ টাকা পাঠানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। জাহাঙ্গীর কবির নানক প্রশ্ন রেখে বলেন, আদর্শিক সঙ্কট থেকে বিএনপি-জামায়াত জোটের নৈতিক উত্তরণ না ঘটলে বাংলাদেশে সুস্থ রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড ফিরিয়ে আনা কী এতই সহজ? বিএনপি-জামায়াতের লেভেলে প্লেইং ফিল্ড নষ্টের ষড়যন্ত্র সম্পূর্ণ বন্ধ না হলে, নির্বাচনের পরিবেশ ও ভোটারদের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কা থেকে যায়। তিনি বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরে আসুন। আগামী প্রজন্মের জন্য সুন্দর ও কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে মহান মুক্তিযুদ্ধের চেতনার মূল্যবোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হই। নির্বাচন কমিশন অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছেন উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ড. কামাল হোসেনরা কমিশনকে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে নানা রকম উস্কানি দিলেও নির্বাচন কমিশন অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছেন এবং কোন প্রতিক্রিয়া দেখাননি। ড. কামাল হোসেনরা লাল কার্ড পাওয়ার মতো একাধিক ফাউল করলেও নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অত্যন্ত নমনীয় ভূমিকা পালন করছেন। নানক বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দলকে গণতান্ত্রিক ও আইনসিদ্ধ আচরণ করতে হবে। গত কয়েকদিনে আপনারা বিএনপি সিনিয়র নেতাদের টেলিফোনালাপ শুনেছেন। সেখানে তারা তাদের কর্মীদের কীভাবে নাশকতা ও সহিংসতা সৃষ্টির নির্দেশনা দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট একদিকে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে, আরেকদিকে প্রার্থীরা মাঠে নামছে না। তাদের প্রার্থীরা পোস্টার লাগাচ্ছে না। অপরদিকে বলছেন তারা নির্বাচনের শেষ দিন পর্যন্ত থাকবেন। কাজেই এই নির্বাচনটাকে তারা কীভাবে নিচ্ছেন, তারা জনগণের পালস না বুঝে বিভিন্ন কৌশল নিচ্ছেন। আমরা জনগণকে তাদের এই ষড়যন্ত্রের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, আফম বাহাউদ্দিন নাছিম এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
×