ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ইভিএম কেন্দ্রে ভোট অনুশীলন

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ ডিসেম্বর ২০১৮

আজ ইভিএম কেন্দ্রে ভোট অনুশীলন

স্টাফ রিপোর্টার ॥ আর দু’দিন পরেই হতে যাচ্ছে একাদশ জাতীয় নির্বাচন। আগামী রবিবার সকাল আটটা থেকে সারাদেশে ২৯৯ আসনে ভোট হবে। প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের নির্বাচন স্থগিত রেখেছে কমিশন। ২৭ জানুয়ারি স্থগিত আসনে ভোট নেয়া হবে। এদিকে ৩০ ডিসেম্বর নির্ধারিত ভোটের আগেই ইভিএমে ভোট নেয়া আসনের কেন্দ্রগুলোতে আজ বৃহস্পতিবার অনুশীলন ভোটের (মক ভোট) আয়োজন করেছে ইসি। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে বলে জানা গেছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ভোটারদের ইভিএমের মাধ্যমে ভোট দেয়ার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ও প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যে এরই মধ্যে নির্বাচন কমিশন বিভিন্ন প্রচার ও প্রদর্শনীর আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় আজ ২৭ ডিসেম্বর প্রতিটি ভোটকেন্দ্রে অনুশীলনমূলক ভোটের আয়োজন করা হয়েছে। এদিকে ভোটের আগে আজ বৃহস্পতিবারই প্রার্থীরা নির্বাচনী প্রচারের সুযোগ পাচ্ছেন। ইসির নির্দেশনায় শুক্রবার সকাল ৮টায় নির্বাচনী প্রচারের শেষ সময় বলা হয়েছে। কিন্তু আচরণবিধি অনুযায়ী রাত ৮টার পরে নির্বাচনী প্রচারে অংশ নেয়া সুযোগ নেই। সেই হিসেবে আজকেই প্রচার শেষ হচ্ছে। শুক্রবার সকাল থেকেই নির্বাচনী এলাকায় সব ধরনের সভাসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে নির্বাচনে কমিশনের শেষ প্রস্তুতি হিসেবে যেসব আসনের ইভিএমে ভোট গ্রহণ করা হবে, সেসব আসনে আজ অনুশীলন ভোট গ্রহণ করা হবে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অনুশীলন ভোট নেয়া হবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। মূলত ভোটাররা যাতে সহজেই ইভিএমে ভোট দিতে পারে তার আগেই এই প্রতীকী ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটের দিন যাতে ভোট দিতে কোন ভোটারের সমস্যায় পড়তে না হয়।
×