ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাদ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক প্রত্যাহার

নৌকার বিপক্ষে ভোটে কাজ করতে চাপ সৃষ্টি

প্রকাশিত: ০৫:৪৮, ২৭ ডিসেম্বর ২০১৮

নৌকার বিপক্ষে ভোটে কাজ করতে চাপ সৃষ্টি

বিশেষ প্রতিনিধি ॥ নির্বাচনে নৌকা মার্কার বিরুদ্ধে কাজ করতে অধিনস্থ কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ সৃষ্টির অভিযোগে খাদ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালককে প্রশাসন থেকে সরিয়ে প্রশিক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে। খাদ্য অধিদফতর বুধবার এ সম্পর্কিত আদেশ জারি করে। এ বিষয়ে খাদ্য অধিদফতরের মহাপরিচালক আরিফুর রহমান অপু বলেন, অভিযোগের ভিত্তিতে আপাতত তাকে প্রশাসন থেকে সরিয়ে দেয়া হয়েছে। পরে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তা শৃঙ্খলাবিরোধী অপরাধ। প্রমাণিত হলে এতে অনেক বড় শাস্তি হতে পারে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খাদ্য ক্যাডারের ২২ ব্যাচের আব্দুস সালাম নামে এক কর্মকর্তা চাকরি জীবনে লালমানিরহাট, কুড়িগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছাড়ি, নওগাঁসহ বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। এসব এলাকায় বিভিন্ন কর্মকর্তাকে তিনি ধানের শীষের পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া যাদের তিনি নৌকার পক্ষের লোক হিসেবে জানেন তাদেরও বিভিন্ন কৌশলে চাপ সৃষ্টি করে ‘ধানের শীষে’ নেয়ার চেষ্টা করেন। এছাড়া নির্বাচনে সহিংস ঘটনা ঘটানোর লক্ষ্যে তিনি আর্থিক সহযোগিতাও করছেন বলে অভিযোগ পাওয়া গেছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। সাতক্ষীরার কালীগঞ্জের বাবর আলীর ছেলে ২০০৩ সালে ফুড ক্যাডারে চাকরিতে যোগদান করেন।
×