ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার

প্রকাশিত: ০৭:০৫, ২৬ ডিসেম্বর ২০১৮

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার

সিরিয়া থেকে সেনা সরছেই। ঘোষণার চার দিনের মাথায় গত সোমবার এই সংক্রান্ত প্রশাসনিক নির্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছেন বলে হোয়াইট হাউস সূত্রের খবর। সিরিয়া থেকে ২ হাজার মার্কিন সেনা তুলে নেয়ার ঘোষণা করতে গিয়ে ট্রাম্প যুক্তি দিয়েছিলেন- আইএস জব্দ, তাই আর সেখানে সেনা রাখার কোন যুক্তি নেই। তার এই ঘোষণায় গোড়াতেই ঝড় উঠেছিল ঘরে-বাইরে। বেঁকে বসেছিলেন খোদ প্রেসিডেন্টের ‘কাছের লোক’ হিসেবে পরিচিত প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। ম্যাটিসের পর পরই ইস্তফা দেয়ার কথা ঘোষণা করেন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের মার্কিন প্রতিনিধি ব্রেট ম্যাকগার্ক। ট্রাম্প তবু অনড়ই। এমনকি আফগানিস্তান থেকেও অর্ধেক সেনা সরানোর কথা ঘোষণা করেছে তার প্রশাসন। আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ বলছে, সিরিয়া থেকে সেনা সরানোর সিদ্ধান্ত হটকারিতা। সে দেশের এখনও কয়েকটি ঘাঁটিতে বেশ সক্রিয় জঙ্গীরা। এ অবস্থায় মার্কিন সেনার না থাকা মানে দুটি সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা। প্রথমত, ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে আইএস এবং দ্বিতীয়ত, হঠাৎ তৈরি হওয়া শূন্যস্থান দখলে মরণকামড় দিতে পারে রাশিয়া। সূত্র : ইন্টারনেট
×