ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বজুড়ে আলোচিত-২০১৮

প্রকাশিত: ০৭:০৫, ২৬ ডিসেম্বর ২০১৮

বিশ্বজুড়ে আলোচিত-২০১৮

২০১৮ সাল বিদায় নিচ্ছে। এ বছর নেতিবাচক ঘটনার প্রাধান্য থাকলেও সিরিয়া ও ইয়েমেনে যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। থাইল্যান্ডের একটি গুহায় আটকা পড়া কিশোরদের ১৮ দিন পর উদ্ধার করা সম্ভব হয়। পাশাপাশি সাংবাদিকদের জন্য বছরটি ভাল কাটেনি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিয়ানমারে দুই সাংবাদিকের জেল হয়েছে। নিহত হয়েছেন সৌদি যুবরাজের চক্ষুশূল জামাল খাশোগি। ইরান ও ফিলিস্তিন পরিস্থিতি আরও জটিল হয়েছে। এসব নিয়েই লিখেছেনÑ মু. আব্দুল্লাহ আলআমিন ফায়ার এ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস মার্কিন সাংবাদিকের লেখা বইটির প্রকাশনা আটকানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। ‘ফায়ার এ্যান্ড ফিউরি : ইনসাইড ট্রাম্প হোয়াইট হাউস’ বইটির লেখক সাংবাদিক মাইকেল উলফকে ট্রাম্প হোয়াইট হাউসে নিষিদ্ধ ঘোষণা করেন। বইটি বাজারে আসার সঙ্গে সঙ্গে প্রায় আড়াই লাখ কপি বিক্রি হয়ে যায়। বইটি ট্রাম্পের মানসিক সুস্থতাকে প্রশ্নের মুখোমুখি করে। ওয়াটারগেট কেলেঙ্কারিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের ‘ফিয়ার : ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’ বইটি প্রকাশিত হয় ১১ সেপ্টেম্বর। এবং যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করে। দুই লাখ অভিবাসীকে দেশ ত্যাগের নির্দেশ মার্কিন প্রশাসন ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বসবাসকারী সালভাদরের দুই লাখ অভিবাসন প্রত্যাশীর বিশেষ নিরাপত্তা সুবিধা স্থগিত করে। যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য এল সালভাদোরের অভিবাসীরা ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় পায়। বছরের শেষ দিকে মধ্য আমেরিকা আসা কারাভান অভিবাসীদের শেষ পর্যন্ত মেক্সিকো সীমান্তে অপেক্ষায় সময় পার করতে হয়। ‘শিটহোল কান্ট্রিজ’ ট্রাম্প ১১ জানুয়ারি আফ্রিকার কয়েকটি দেশকে শিটহোল কান্ট্রিজ (নর্দমার গর্ত) আখ্যা দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ট্রাম্পের করা বিতর্কিত মন্তব্যের জবাব দিতে বিশেষ বৈঠক করেন। ট্রাম্প ওভাল অফিসের ওই বৈঠকে হাইতি, মধ্য আমেরিকান ও আফ্রিকান দেশ ও জাতিসমূহকে ‘নোংরা (শিটহোল)’ বলে আখ্যায়িত করেন। ফ্লোরিডা স্কুলে গুলিতে নিহত ১৭ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে অবস্থিত মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ১৪ ফেব্রুয়ারি গুলি করে ১৭জন শিক্ষার্থীকে হত্যা করে নিকোলাস ক্রুজ নামে ১৯ বছর বয়সী এক কিশোর। জানা যায় আগ্নেয়াস্ত্রের প্রতি তার দুর্বলতা ছিল। থাই গুহায় আটকা পড়াদের কাহিনী থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচ আটকা পড়ার ১৮ দিন পর তাদের উদ্ধার করা হয়। এই ঘটনা আন্তর্জাতিক প্রচার মাধ্যমে সাড়া ফেলে। ২৩ জুন কিশোর ফুটবল দলটির ১২ সদস্য ও তাদের কোচ থাম লুয়াং গুহায় ঘুরতে গিয়ে আটকা পড়ে। বৃষ্টিপাত শুরু হলে পাহাড়ী ঢলের পানি ঢুকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। নয় দিন গুহায় আটকা থাকার পর দুই ব্রিটিশ ডুবুরি গুহার অনেকটা ভিতরে তাদের সন্ধান পান। ১০ জুলাই সবাইকে উদ্ধার করে গুহার বাইরে আনার পর এক রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান হয়। এদের মধ্যে তিন কিশোর ও তাদের কোচকে নাগরিকত্ব দেয় থাইল্যান্ড। থাই ওই গুহাকে জাদুঘরে পরিণত করা হবে জানিয়েছে। কিশোরদের উদ্ধারের সময় ব্যবহৃত জামাকাপড় ও সরঞ্জামগুলো সাইটে প্রদর্শনের জন্য রাখা হবে। ইরানের কঠিন সময় ইরানের জন্য বছরটি শুরু হয়েছিল ৮০টির বেশি শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্য দিয়ে। এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস এ বিক্ষোভে অন্তত ২২জন নিহত হয়। ৮ মে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এটি ছিল তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বাস্তব প্রতিফলন। ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব এ্যাকশন (জেসিপিএ) চুক্তিটি ইরান ও ছয়টি দেশের মধ্যে হয়েছিল। চুক্তিটি হওয়ার পর দেশটির আরোপিত নিষেধাজ্ঞাগুলো ক্রমাম্বয়ে শিথিল করা হয়েছিল। নবেম্বরের প্রথম সপ্তাহে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাগুলো ফের বলবত হয়। ফিলিস্তিনীদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত ৩০ মার্চ থেকে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনীরা। তাদের শান্তিপূর্ণ এই বিক্ষোভে গুলি চালিয়ে বহু লোককে হত্যা করে ইসরাইল। ভূমি দিবস উপলক্ষে শুরু হওয়া এ বিক্ষোভ ১৫ মে নাকাবা দিবস পালনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা থাকলেও বছর জুড়ে থেকে থেকে তাদের ওপর হামলা চলে। জাতিসংঘ বিবৃতি দিয়ে ইসরাইলের কর্মকা-ের নিন্দা করলেও কার্যত নিশ্চুপ থাকে। বিভিন্ন দেশ এবং সংস্থা ইসরাইলি হামলার নিন্দা জানালেও ইসরাইল কর্ণপাত করেনি। উল্টো তাদের ওপর হামলাকারী সেনাদের প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেয়াহু। কাবুলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা তালেবান বন্দুকধারীরা ২১ জানুয়ারি কাবুলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা চালিয়ে অন্তত ২২ জনকে হত্যা করে। এর দুদিন পর জালালাবাদে ত্রাণ সংস্থা সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ে চালানো সন্ত্রাসী হামলায় অন্তত ১১ জন আহত হয়। আফরিন অপারেশন তুরস্ক উত্তরাঞ্চলীয় সিরীয় ছিটমহল থেকে কুর্দি মিলিশিয়াদের উচ্ছেদ করতে ২০ জানুয়ারি থেকে বিমান ও স্থল অভিযান শুরু করে। প্রায় ৭ বছর ধরে গৃহযুদ্ধ চলার পর আঙ্কারার এই পদক্ষেপ ওই অঞ্চলের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে বলে যুক্তরাষ্ট্র যে সতর্কবার্তা দিয়েছিল তা উপেক্ষা করে তুরস্ক এই হামলা শুরু করে। দুমায় রাসায়নিক হামলা সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত দুমায় ৭ এপ্রিল রাসায়নিক গ্যাস হামলা চালানো হয় বলে অভিযোগ করে বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল ইসলাম ও পশ্চিমা কয়েকটি মেডিক্যাল ত্রাণ সংস্থা। তবে সিরিয়া ও তার মিত্র রাশিয়া এ রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করে। পূর্ব গাউতা অভিযান সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব উপকণ্ঠ পূর্ব গাউতায় ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১০ দিনে বিমান হামলা ও সংঘর্ষে ছয় শ’ বেসামরিক লোক নিহত হয়। গাউতা অঞ্চলে জরুরি মানবিক সাহায্য সরবরাহ এবং চিকিৎসা সেবার সুযোগ করে দিতে ৩০ দিনের অস্ত্রবিরতির একটি প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২ ফেব্রুযারি ভোটগ্রহণ হয়। সের্গেই স্ক্রিপাল ও কূটনীতি যুদ্ধ ৪ মার্চ ব্রিটেনের সলসবেরির পল্লী এলাকায় নার্ভ গ্যাস হামলার শিকার হন সের্গেই ক্রিস্পাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপাল। ইউলিয়া ২৯ মার্চ এবং তার বাবা ১৮ মে হাসপাতাল থেকে ছাড়া পান। ৪ মার্চ তাদের দুজনকে সলসবেরির একটি পার্কের বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায়। রুশ নাগরিক সের্গেই স্ক্রিপাল যুক্তরাজ্যে নিজের দেশের তথ্য পাচার করতেন। তাকে হত্যা চেষ্টার পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার কূটনৈতিক লড়াই শুরু হয়। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর চাপ বাড়তে শুরু করে। ব্রিটেনের সঙ্গে সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র ৬০ জন রুশ কূটনীতিক বহিষ্কার করে। এটি আমেরিকার ইতিহাসে একক বৃহত্তম রুশ কূটনীতিক বহিষ্কারের ঘটনা। পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া ব্রিটিশ কাউন্সিল এবং সেন্ট পিটার্সবুর্গে ব্রিটিশ কন্স্যুলেট জেনারেলের দফতর সাময়িকভাবে বন্ধ করে দেয়। ভণ্ডাদিমির পুতিন পুনর্নির্বাচিত রাশিয়ায় ১৮ মার্চ অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভণ্ডাদিমির পুতিন আরেক দফা প্রেসিডেন্ট হন। ২০০০ সাল থেকেই তিনি প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার কেন্দ্রে আছেন। পুতিন জানান, এটিই তার শেষ নির্বাচন। রাশিয়ার ওপর ফের নিষেধাজ্ঞা ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যা চেষ্টায়, রাশিয়াকে অভিযুক্ত করে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাটি ২২ আগস্ট থেকে কার্যকর হয়। আলোচনা সমালোচনায় সৌদি যুবরাজ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম বছর জুড়ে আলোচনা সমালোচনায় উচ্চারিত হয়। ১৫ মার্চ তিনি বলেন, ইরান পরমাণু বোমা বানানোর সক্ষমতা অর্জন করলে সৌদি আরবও পিছিয়ে থাকবে না। ২১ এপ্রিল থেকে থেকে মিডিয়া অনুপস্থিত থাকেন বিন সালমান। ওই দিন প্রাসাদে গোলাগুলির শব্দ শোনা যায়। ধারণা করা হয় তিনি সে ঘটনায় আহত বা নিহত হয়ে থাকতে পারেন। তবে সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকা-ে তার সংশ্লিষ্টতার কথা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত ও একঘরে হয়ে পড়েন। ২৩ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন বর্জন করে অনেক দেশ ও সংস্থা। বুয়েনোসাইরেসে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনেও যুবরাজকে অনেকটা নিঃসঙ্গ মনে হয়। রাজ প্রাসাদের কাছে ড্রোন সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ সালমানের প্রাসাদের কাছে ২১ এপ্রিল গুলি করে একটি ড্রোন নামানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় রিমোট কন্ট্রোল ড্রোন ব্যবহারের জন্য নতুন আইন করা হচ্ছে। ভিডিওতে ৩০ সেকেন্ড গুলির শব্দ আর আলোর ঝলকানি দেখা যায়। সৌদির কাছে অর্থ দাবি ১৯ মার্চ সিরিয়া যুদ্ধ থেকে সরে আসার জন্য সৌদি বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ দাবি করেন ডোনাল্ড ট্রা¤প। টেলিফোন আলোচনা শেষে এ বিষয়ে মৌখিক চুক্তি হয়ে গেছে বলে তার প্রশাসনের কর্মকর্তাদের ধারণা দেন ট্রা¤প। মানবাধিকার থোড়াই কেয়ার মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের তৈরি করা প্রস্তাবের খসড়া মিয়ানমার প্রত্যাখ্যান করেছে। ২৪ মার্চ মিয়ানমার বলে, প্রস্তাবের কয়েকটি অনুচ্ছেদ অনধিকার প্রবেশমূলক এবং তা সরাসরি মিয়ানমারের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর অজুহাতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর ভয়াবহ দমন নিপীড়ন শুরু করেছিল মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারে রয়টার্সের সাংবাদিকের সাজা অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট ভঙ্গের দায়ে ৩ সেপ্টেম্বর মিয়ানমারের রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কায়া সো ও’র ৭ বছর জেল হয়। ৭ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছিল। তারা ১০ রোহিঙ্গাকে হত্যার বিষয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট তৈরি করেছিল। মিয়ানমার সরকারের উপদেষ্টা আউং সান সুচি তার প্রতিক্রিয়ায় বলেছিলেন এর সঙ্গে মতো প্রকাশের অধিকারের কোন সম্পর্ক নেই। এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার ঝড় উঠলেও মিয়ানমার থাকে নির্বিকার। পশ্চিমা দেশগুলো একাধিকবার তাদের মুক্তির দাবি জানায়। বছরের শেষের দিকে ২১ ডিসেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট তাদের মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন। সামাজিক মাধ্যমে রোহিঙ্গা বিরোধী প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগস্টে রোহিঙ্গা-বিদ্বেষী এক হাজারের বেশি পোস্ট দেখা গেছে যেখানে তাদের হত্যা করার আহবানসহ ঘৃণাত্মক নানারকম কথাবার্তা বলা হয়। ফেসবুক কর্তৃপক্ষ এ ধরনের বিষয় ঠেকানোর প্রতিশ্রুতি দিলেও তা প্রতিফলন দেখা যায়নি। দক্ষিণ চীন সাগর নিয়ে সমঝোতা চীন ও ফিলিপিন্স দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে দক্ষিণ চীন সাগর নিয়ে সমঝোতায় আসতে রাজি হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে চীনের প্রেসিডেন্ট ফিলিপিন্স সফরে যান। এ সময়ে দুদেশের মধ্যে একটি প্রাথমিক সমঝোতার বিষয়ে মতৈক্য হয়। চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা ২ এপ্রিল চীনের সরকার ১২৮ রকম মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তাৎক্ষণিক জবাবে বেইজিং এই সিদ্ধান্ত নেয়। ট্রাম্প প্রশাসন মার্চের শেষের দিকে বিশেষ করে চীনা পণ্যের ওপর ৬ হাজার কোটি ডলার শুল্ক আরোপ করে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে চীনের বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। জুলাইয়ের শুরুতে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে ৩৪ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করে। রাহুলের মিশন ২০১৯ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ২৫ জানুয়ারি সাধারণ নির্বাচন ও আসন্ন কর্নাটক রাজ্যের নির্বাচনকে সামনে রেখে তার ‘মিশন ২০১৯’ প্রকাশ করেন। রাহুল গান্ধীর বিদায়ী বছরে ব্যস্ত সময় অতিবাহিত করেন। সুযোগ পেলেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে নিশানা করে আঘাত হানেন। বছর শেষে পাঁচটি রাজ্যে আঞ্চলিক নির্বাচনে বিজেপির ভরাডুবি ঘটে। শিশু ধর্ষণ, বিক্ষোভে উত্তাল ভারত জম্মু ও কাশ্মীরে আট বছরের এক শিশুকে দলবেঁধে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ হয়। ১০ জানুয়ারি কাশ্মীরের কাঠুয়া শহরের কাছে মুসলিম যাযাবর সম্প্রদায়ের আসিফা বানু নিখোঁজ হয়। ৭ দিন পর কাছের একটি জঙ্গলে নির্যাতনের পর খুন করা আসিফার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। ৩ মাস পর এ ঘটনা নিয়ে এ সপ্তাহে ভারতজুড়ে ফের আলোচনা শুরু হয়। ১২ এপ্রিল রাজধানী দিল্লিতে আসিফা হত্যা মামলায় ন্যায় বিচারের দাবিতে ইন্ডিয়া গেট অভিমুখে ক্যান্ডেললাইট মার্চের নেতৃত্ব দেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির প্রধান রাহুল গান্ধী। শ্রীদেবীর মৃত্যু ও গণমাধ্যমের মাত্রাজ্ঞান বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর ২৪ ফেব্রুযারি দুবাইয়ে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়ে হোটেলের বাথটাবে পড়ে মারা যান। তার আকস্মিক মৃত্যুতে ভারতজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যু সংবাদ ও এর ফলোআপ ভারতের গণমাধ্যমগুলো যেভাবে প্রচার করেছে তা মাত্রা ছাড়িয়ে গেছে বলে কেউ কেউ মনে করেন একটি স্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হওয়ার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ইঙ্গিত করা হয় যেন তার মৃত্যু অস্বাভাবিক ছিল। তার প্রতি খুবই খারাপভাবে বিশেষ দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করা হয়েছে। বাথটাবের কাছে ওয়াইনের গ্লাস রাখা, বাথটাবে শুয়ে সাংবাদিকের প্রতিবেদন তৈরি করা ও একটি কাল্পনিক চরিত্র সৃষ্টি করে ফরেনসিক রিপোর্ট সম্পর্কে অপরাধমূলক কর্মকা- নিয়ে প্রশ্ন করা। এতে করে সাংবাদিকদের দায়িত্ব, তাদের নৈতিকতা ও শিষ্ঠাচারের প্রশ্ন ওঠে। অনাস্থা ভোটে টিকে যান মোদি ভারতে ২০ জুলাই অনাস্থা ভোটে টিকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। লোকসভার ৪২৫ সদস্যের মধ্যে ৩২৫ জন সরকারের সমর্থনে এবং ১২৬ জন বিপক্ষে ভোট দেন। ভারতে এখন পর্যন্ত ২৬টি সরকারকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হয়েছে। যার মধ্যে ২৩ বারই সরকার টিকে যায়। অসমে বিতর্কিত নাগরিক তালিকা ভারতের অসম রাজ্যে ৩০ জুলাই ঘোষিত জাতীয় নাগরিকত্ব (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন্স বা এনআরসি) খসড়া তালিকা থেকে বাদ ৪০ লাখ লোক। ৩ কোটি ৪৯ লাখের মধ্যে ২ কোটি ৯০ লাখ নাগরিকত্ব প্রমাণ করতে পেরেছে। যারা পারেনি তাদের ‘অবৈধ বাংলাদেশী ’ হিসেবে দেখানো হয়। কিউবায় ক্যাস্ট্রো যুগের সমাপ্তি কিউবায় ১৯ এপ্রিল ক্যাস্ট্রো পরিবারের ছয় দশকের শাসনের অবসান ঘটে। রাউল ক্যাস্ট্রো ঘনিষ্ঠ সহযোগী মিগুয়েল দিয়াজ-কানেলের কাছে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করেন। কানেল পেশায় একজন প্রকৌশলী। ১৯৫৯ সালের বিপ্লবের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত ফিদেল ক্যাস্ট্রো দেশটিতে শাসন করেন। পরমাণু পরীক্ষা আর নয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ২১ এপ্রিল থেকে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেণ বন্ধ রাখার ঘোষণা দেন। তিনি তার কথা রাখেন। বিদায়ী বছরে গত বছরের মতো পরীক্ষা পরীক্ষার খেলায় মেতে ওঠেননি। কোরিয়া উপদ্বীপে শান্তির আভাষ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুন জায়ে ইন ২৭ এপ্রিল দুই কোরিয়ার মধ্যবর্তী সুরক্ষিত সীমান্তের পানমুনজোমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন। পানমুনজোম গ্রামের পিস হাউস সম্মেলন কেন্দ্রে দুনেতার মধ্যে ৩০ মিনিটের আলোচনায় উন পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হন। মাহাথিরের প্রত্যাবর্তন মালয়েশিয়া ৯ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নাজিব রাজাককে হটিয়ে প্রধানমন্ত্রী হন মাহাথির বিন মোহাম্মদ। তিনি দুই বছর ক্ষমতায় থাকতে চান। এরপর তিনি কারাবন্দী নেতা আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও কয়েক বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগে নাজিবের জনপ্রিয়তায় ধস নেমেছিল। ইমরানের নেতৃত্বে পাকিস্তান পাকিস্তানের ২৫ জুলাইর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায় সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক ই ইনসাফ পাকিস্তান (পিটিআই)। ১৮ আগস্ট তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাচনে মাঠে ইমরানের এই উত্থানকে অনেকটা টি-২০ ম্যাচের সঙ্গে তুলনা করেন অনেক বিশ্লেষক। একটা সময় ধারণা করা হতো ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে তিনি যত সাফল্যই পান না কেন রাজনীতিতে তার পক্ষে সফল হওযা সম্ভব নয়। কিন্তু তিনি এ ধারণা ভুল প্রমাণ করেন। ১৯৯২ সালে তার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জেতে। পাকিস্তানকে মার্কিন সহায়তা বন্ধ জঙ্গী দমনে ব্যর্থতার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগস্টের শেষ দিকে দীর্ঘদিনের মিত্র পাকিস্তানকে দেয় ৩শ’ মিলিয়ন ডলার সহায়তা বাতিল করে দেন। টাইফুনের পর জাপানে ভূমিকম্প জাপানে ৬ সেপ্টেম্বর ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন জেবিতে তছনছ হওয়ার পর হোক্কাইডোতে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে অন্তত ৭ জন দু’জন নিহত ও ১২০ জন নিখোঁজ থাকার কথা প্রাথমিকভাবে জানা যায়। হোক্কাইডোতে ১৯৯৬ সালের পর এটিই সবচেয়ে বড় ভূমিকম্প বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। তাইওয়ানে ভূমিকম্প তাইওয়ানে পর্যটন শহর হুয়ালিয়েনের কাছে ৭ ফেব্রুয়ারি ৬.৪ মাত্রার ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত ও ২২৫ জন আহত হয়। অনেকে ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করছেন উদ্ধারকারীরা। কেউ কেউ খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে একটি বহুতল আবাসিক ভবনও রয়েছে। উদ্ধারকর্মীরা ভবনটির চারদিক ঘিরে রয়েছেন। ভবনটির জানালাগুলো ভেঙে পড়েছে এবং ভবনটি ৪০ ডিগ্রী কোণে ভূমিতে ঢুকে যায়। ইন্দোনেশিয়ায় সুনামি ইন্দোনেশিয়ায় ২৩ ডিসেম্বর আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট সুনামিতে ২৮১ জন মারা যায়। সুনামির দুটি বিশাল ঢেউ সুমাত্রা ও জাভা দ্বীপের উপকূলীয় শহরগুলো গুঁড়িয়ে দেয়। আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণে সুনামিটি হয়। এর সঙ্গে পূর্ণিমার প্রভাব যুক্ত হওয়ায় বিপুল শক্তি নিয়ে সৈকতে আছড়ে পড়েছে সুনামির ঢেউ। শ্রীলঙ্কায় লঙ্কাকান্ড ৫ মার্চ সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা হামলা শুরর পর জরুরী অবস্থা জরি করতে হয়। পরিস্থিতির যেন আরও অবনতি না ঘটে সেজন্য কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। তিন দিনের দাঙ্গার পর ৮ মার্চ ক্যান্ডিতে কার্ফু সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। ২৬ অক্টোবর প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা আকস্মিকভাবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন এবং রাজাপাকসেকে ওই পদে বসান। এরপর থেকেই দেশটি রাজনৈতিক সঙ্কট দেখা দেয়। সিরিসেনা ৯ নবেম্বর বলেন, ৫ জানুয়ারি পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে তিনি পার্লামেন্ট ভেঙে দেন। পার্লামেন্টও ভেঙে দিয়েও রাজাপাকসের শেষ রক্ষা হয়নি। ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রী পদে ফেরত আসেন। টেরেসা মে, পদে পদে বাধা ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ৭ জুলাই তার ব্রেক্সিট পরিকল্পনা প্রকাশ করেন। ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার যে নতুন নীল নক্সা তিনি তৈরি করেছেন তার প্রতি দল ও ব্যবসায়ীদের সমর্থন আদায় করতে তিনি ব্যর্থ হন। তা সত্ত্বেও ২৫ নবেম্বর ব্রাসেলসে ইইউ নেতৃবৃন্দ ওই পরিকল্পনা অনুমোদন করেন। কিন্তু সেটি অনুমোদন না করার জন্য গো ধরেন পার্লামেন্ট সদস্যরা। শেষ পর্যন্ত তারা ১২ ডিসেম্বর মের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেও মে সেটি উতরে যান। ব্রেক্সিট পরিকল্পনাকে কেন্দ্র করে চলতি বছর তার অনেক মন্ত্রী ও এমপি পদত্যাগ করেছেন। আগামী বছর ২৯ মার্চের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হবে। খাশোগি ট্র্যাজেডি সৌদি সাংবাদিক ও রাজ পরিবারের সমালোচক জামাল খাশোগজিকে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়। ২ অক্টোবর তিনি বিয়ের জন্য কাগজপত্র নিতে কনস্যুলেটে যান। তুরস্ক সরকারের দাবি, পরিকল্পিতভাবে এই হত্যাকা- ঘটানো হয়। তাকে হত্যা করে তার মৃতদেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এই ঘটনা সৌদি আরবকে ব্যাপক সমালোচনার মুখে ফেলে। এমনকি বিন সালমান যুবরাজ থাকতে পারবেন কি না তা নিয়েও প্রশ্ন ওঠে। ত্রিভুবনে বিমান দুর্ঘটনা নেপালের রাজধানী কাঠমাণ-ুর ত্রিভুবন বিমানবন্দরে ১২ মার্চ বাংলাদেশী একটি বিমান বিধ্বস্ত হলে ৫১ জন নিহত হয়। বাংলাদেশের ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে বিমানটি রানওয়ে স্পর্শ করার পরপরই এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশের বেসরকারী ইউএস-বাংলা বিমানটিতে তখন আগুন ধরে যায়। নিহতদের মধ্যে বিমানের ক্যাপ্টেন আবিদ সুলতান ও কো-ক্যাপ্টেন পৃথুলা রশিদসহ ২৬ বাংলাদেশি নাগরিক ছিলেন।
×