ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোকে জবাব!

প্রকাশিত: ০৬:৪২, ২৬ ডিসেম্বর ২০১৮

রোনাল্ডোকে জবাব!

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ৯ বছর সান্তিয়াগো বার্নাব্যুতে থাকার পর গত গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। স্পেনের জায়ান্ট ক্লাব ছেড়ে জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়েন সি আর সেভেন। খুব অল্প সময়েই সিরি এ লীগকে আপন করে নিয়েছেন রোনাল্ডো। সম্প্রতি এক সাক্ষাতকারে জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার জানান, তার খেলা স্কোয়াডের মধ্যে জুভেন্টাসই সেরা। শুধু তাই নয়, ড্রেসিংরুমের পরিস্থিতি এমনকি খেলোয়াড়দের মানসিকতার তুলনায় রিয়াল মাদ্রিদের চেয়েও জুভেন্টাসকে এগিয়ে রেখেছেন তিনি। তবে রোনাল্ডোর এই বক্তব্যের কয়েকদিনের মধ্যেই মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোনাল্ডোর সঙ্গে আমি ছয়টি দুর্দান্ত বছর একত্রে কাটিয়েছি। সম্ভবত সেগুলো আমার ক্যারিয়ারেরই সেরা। একসঙ্গে আমরা অসাধারণ কিছু করেছি। তবে আমার ব্যক্তিগত অভিমত, একটা ক্লাবে নয়টি বছর থাকাটা মোটেও সহজ ব্যাপার নয়। তাছাড়া, এই সময়টাতে সে চারবার ব্যালন ডি’অর জিতেছে। এই পরিবেশে যদি শান্তিতে না থাকেন তাহলে আপনার পক্ষে সেগুলো অর্জন করা মোটেও সম্ভব ছিল না।’ মডরিচ এ সময় আরও বলেন, ‘এখানে আমি সাড়ে ছয় বছর ধরে আছি। এটা নিশ্চিত করে বলতে পারি যে, আমাদের দলটা দারুণ। এখানে পরিপক্ব এমনকি দারুণ সব যোগ্যতাসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তাদের সঙ্গে সম্পর্কও বেশ ভাল। দুর্দান্ত পরিবেশের মধ্যেই আমরা রয়েছি।’ গত এক দশক ধরে ব্যালন ডি’অর মানেই ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর লিওনেল মেসির অর্জনের খাতা আরও একটু ভারি হওয়া। এই সময়ে এ দুই ফুটবলারের বাইরে যে আর কেউই জিততে পারেননি ওই ট্রফি! দুই ফুটবলারের সেই ‘একচ্ছত্র’ আধিপত্য এবার ভেঙে দিয়েছেন লুকা মডরিচ। তবে যেই রাতে তার হাতে বর্ষসেরা সম্মানের ট্রফিটি উঠেছিল, সেদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেসি-রোনাল্ডোর কেউই। সেটা নিয়েও এবার এই দুই ফুটবলারকে খোঁচা দিয়েছেন মডরিচ। সর্বশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন তিনি। এরপর বিশ্বকাপেও তার অসাধারণ পারফর্মেন্সে ভর করে ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। এবারের ব্যালন ডি’অরটা যে মডরিচের হাতেই যাচ্ছে, সেটা নিয়ে তাই অনেকেই এক রকম নিশ্চিত ছিলেন। এ মাসের প্রথম সপ্তাহে প্যারিসে জমকালো এক অনুষ্ঠানে ব্যালন ডি’অর ট্রফি তুলে দেয়া হয় মডরিচের হাতে। সেই অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদে নিজের দীর্ঘদিনের সতীর্থ রোনাল্ডো ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার প্রধান খেলোয়াড় মেসির উপস্থিত না থাকাকে মোটেই ভালভাবে নেননি মডরিচ। ক্রোয়েশিয়ার খেলা বিষয়ক দৈনিক স্পোর্তস্কে নোভোস্তিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি জানি না, তারা কেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসেনি। এটা পুরোপুরি তাদের ব্যাপার। তবে এটার কোন অর্থ হয় না সত্যি বলতে। সম্ভবত তাদের কাছে এত এত ভোট এবং এই পুরস্কারটা তখনই গুরুত্ব পায়, যখন তারা এটা জেতে। গত দশ বছর ধরে যেসব সতীর্থ এবং ভোটার তাদের এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন, এবার তাদের এই অনুপস্থিতি সেই সব সতীর্থ ও ভোটারদের প্রতি এক ধরনের অবমাননা বলে আমি মনে করি।’ সাক্ষাতকারে রিয়ালে নিজের ভবিষ্যত নিয়েও কথা বলেন এই তারকা ফুটবলার। জানান, নতুন চুক্তি নিয়ে এখনও কথা বলার সময় না এলেও রিয়াল কর্তৃপক্ষ চাইছে তাকে ধরে রাখতে, ‘ভবিষ্যতে কী হবে সেটা এখনও বলা যায় না। তবে আমি আমার বর্তমান চুক্তির শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে আছি, এটা নিশ্চিত। ফ্লোরেন্তিনো পেরেজ আমাকে সরাসরিই বলেছেন যে, আমাকে অন্য কোথাও যেতে দেয়ার পরিকল্পনা তাদের নেই।’
×