ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জানুয়ারিতে শুরু বিপিএল ফুটবল

প্রকাশিত: ০৬:৪০, ২৬ ডিসেম্বর ২০১৮

জানুয়ারিতে শুরু বিপিএল ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের (বিপিএল) নতুন আসর জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে। জাতীয় নির্বাচনের কারণে এরই মধ্যে একমাস পিছিয়ে গেছে। সূচী পরিবর্তন করে চলেছে স্বাধীনতা কাপ। কেটে গেছে স্পন্সর জটিলতা। তাদের সঙ্গে শীঘ্রই সম্পন্ন হবে চুক্তি। এদিকে বাফুফে জানিয়েছেন লীগের সূচীও চূড়ান্ত হয়েছে। দেশের মোট সাত ভেন্যুতে এবার বিপিএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। এটা পুরনো খবর। তবে এরই মধ্যে ভেন্যু নিয়ে সমস্যায় পড়তে হয়েছে বাফুফেকে। তাদের ভেন্যু পর্যবেক্ষক দলের তথ্যমতে- ঢাকার বাইরের সবগুলো স্টেডিয়ামেরই সংস্কার প্রয়োজন। এদিকে হাতে সময়ও নেই বেশি। নির্বাচনের পরপরই সংস্কার শুরু করে দিয়ে জানুয়ারির মাঝামাঝিতেই লীগ আয়োজনের আশ্বাস দিয়েছে বাফুফে। তারা জানিয়েছে- লীগের খেলা অনুষ্ঠিত হবে সপ্তাহে দু’দিন। সেটা শুক্রবার এবং শনিবারে। কোন কারণে যদি শুক্র এবং শনিবারে খেলা আয়োজন করা সম্ভব না হয় তাহলে রবিবার রিজার্ভ ডে’তে খেলা অনুষ্ঠিত হবে।
×