ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেলবোর্ন টেস্টে মায়াঙ্ক আগারওয়ালের অভিষেক, অস্ট্রেলিয়া দলে মিচেল মার্শ

ভারতের দুই ওপেনারই বাদ!

প্রকাশিত: ০৬:৪০, ২৬ ডিসেম্বর ২০১৮

ভারতের দুই ওপেনারই বাদ!

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টে কোন দলের ব্যাটিংয়ে ওপেনিং শুধু গুরুত্বপূর্ণই নয়, মহাগুরুত্বপর্ণও। ম্যাচের অনেক কিছু নির্ভর করে তাদের ওপর। কঠিন অস্ট্রেলিয়া সফরে সেখানটাতেই ভুগছে নাম্বার ওয়ান ভারত। প্রথম টেস্টে নাটকীয় জয় পাওয়া বিরাট কোহলির দল বড় ব্যবধানে হেরে গেছে দ্বিতীয় ম্যাচে। ১-১এ চলমান সিরিজে মেলর্বোনে আজ থেকে শুরু এগিয়ে যাওয়ার তৃতীয় টেস্ট। দুই ম্যাচে ব্যাট হাতে চরম ব্যর্থ মুরলি বিজয় আর লোকেশ রাহুল দু’জনকে একই সঙ্গে বাদ দেয়া হয়েছে। অনেকটা রীতিবিরুদ্ধভাবে একদিন আগেই। পরিবর্তে অভিষেক হতে যাচ্ছে মায়াঙ্ক আগারওয়ালের, ওপেনিংয়ে তার সঙ্গী হতে পারেন হনুমা বিহারি অথবা রোহিত শর্মা। রবিচন্দ্রন অশ্বিন ইনজুরিতে। আগের ম্যাচে কোন স্পিনার ছাড়া চার পেসারের দল নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়া ভারত এই টেস্টে তাই রবীন্দ্র জাদেজাকে খেলাচ্ছে। বিজয় ও রাহুল- এ্যাডিলেডে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩। দ্বিতীয় ইনিংসে ৬৩। পার্থের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৬। দ্বিতীয় ইনিংসে ০। অস্ট্রেলিয়া সফরে চলতি সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় ওপেনিং জুটিতে ওঠা স্কোর। দেখা যাচ্ছে এ্যাডিলেডের দ্বিতীয় ইনিংস বাদ দিলে কোন রকম লডাইয়ের ছিটেফোঁটাও নেই। একজন দুই টেস্টের চার ইনিংসে মোট রান করেছেন ৪৯। ইনি মুরলী বিজয়। যার ব্যাট থেকে উপমহাদেশের বাইরে শেষ টেস্ট সেঞ্চুরি এসেছে চার বছর আগে। অন্যজন রাহুল, দুই টেস্টের চার ইনিংসে মোট সংগ্রহ ৪৮। প্রথমজনের এখনও পর্যন্ত সিরিজে গড়া ১২.২৫। দ্বিতীয়জন খুব পিছিয়ে নেই ১২। অস্ট্রেলিয়া সফরে ওপেনিং জুটি নিয়ে রীতিমতো বিপাকে নাম্বার ওয়ান ভারত। লোয়ার-অর্ডারে রোহিত শর্মা পুরোপুরি ব্যর্থ। অথচ ওয়ানডে-টি২০তে রেকর্ডের ছাড়ছাড়ি এই হার্ডহিটারের। মায়াঙ্কের সঙ্গে রোহিতকে ওপেনিংয়ে দিয়ে টেস্টে শেষ সুযোগ দেয়া হতে পারে। আবার আগমনেই ধৈর্যশীল ব্যাটিংয়ে নজর কাড়া হনুমা বিহারিও সঙ্গী হতে পারেন। মোট কথা ভারতের ব্যাটিং পজিশনে অদল-বদল আবশ্যম্ভাবি। সিরিজের শুরুতে ইনজুরিতে পড়েন আলোচিত পৃথ্বি শ’ যেটি সফরকারীদের সমস্যা আরও বাড়িয়ে তোলে। আগারওয়াল মূলত ঘরোয়া ক্রিকেটে চমৎকার ধরাবাহিক পারফর্মেন্স দেখিয়ে নির্বাচকদের নজর কাড়েন। ২৭ বছর বয়সী এ বছরই প্রথম শ্রেণীতে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ব্যাটিং গড় ৫০-এর ওপরে। টপ-অর্ডারে অধিনায়ক বিরাট, সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে ও ক্ল্যাসিক্যাল চেতেশ্বর পুজারা দারুণ ফর্মে আছেন। স্কোয়াডের তিন পেসার মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহ। অন্যদিকে অপরিবর্তিত দল নিয়েও দ্বিতীয় টেস্টে দারুণ জয়ে ঘুরে দাঁড়ানো স্বাগতিক অস্ট্রেলিয়া এই টেস্টে একটি পরিবর্তন এনেছে। অফফর্মে থাকা পিটার হ্যান্ডসকমের স্থলে অলরাউন্ডার মিচেল মার্শকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দলে আরও ভারসাম্য আসবে বলে মনে করছেন অধিনায়ক টিম পেইন, ‘পিঠের জন্য বিষয়টা কষ্টের। ওকে কিছু ক্ষেত্রে উন্নতি করতে হবে। আর মিচেল মার্শের অন্তর্ভুক্তি আমাদের ব্যাটিং গভীরতা বাড়াবে, বোলিংয়েও বৈচিত্র্য আনবে’ বলেন তিনি। বক্সিং ডে টেস্টজয়ী দল চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজে ২-১এ এগিয়ে যাবে।
×