ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৈষম্যে শীর্ষ ক্রীড়াবিদ ওসাকা!

প্রকাশিত: ০৬:৩৭, ২৬ ডিসেম্বর ২০১৮

বৈষম্যে শীর্ষ ক্রীড়াবিদ ওসাকা!

স্পোর্টস রিপোর্টার ॥ ২১ বছর বয়সেই বাজিমাত। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। নাওমি ওসাকার জন্য স্বপ্নের একটা বছর। অথচ বছরের শেষ মুহূর্তে এসে একটা মন খারাপ করার মতো খবর পেলেন জাপানের এই প্রতিভাবান খেলোয়াড়। ২০১৮ সালে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হওয়া এ্যাথলেট হিসেবে স্থান পেলেন ওসাকা। অনলাইনে ২ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষদের নিয়ে এই জরিপ করেছিল প্লেওজেও। খেলোয়াড় হিসেবে ওসাকার পর অনৌচিত্য ব্যবহার পেয়েছেন ট্যুর ডি ফ্রান্স এবং বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার জয়ী জারেইন্ট থমাস। এই অপ্রত্যাশিত তালিকায় তৃতীয় হয়েছেন ক্রীড়াবিদ কাস্টার সিমিনিয়া। এই তালিকার চার নম্বরে রয়েছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ফুটবলের প্রতিভাবান তারকা রহিম স্টার্লিংও। জাপানের ওসাকা মাত্র ২০ বছরেই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় ওঠে এসেছেন। বিশেষ করে গত মৌসুমে ইউএস ওপেনের শিরোপা জিতে। ফাইনালে তিনি তার আইডল সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হয়েছিলেন। শেষ পর্যন্ত ওসাকা সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান। কিন্তু ফাইনালে হেরে সেরেনা উইলিয়ামস অভিযোগ তুলেন চেয়ার আম্পায়ারের বিরুদ্ধে। এ নিয়েই গণমাধ্যমে শুরু হয় তুলকালাম।
×