ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অমলকান্তির কবি নীরেন্দ্রনাথ আর নেই

প্রকাশিত: ০৬:০৮, ২৬ ডিসেম্বর ২০১৮

অমলকান্তির কবি নীরেন্দ্রনাথ আর নেই

চলে গেলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে দক্ষিণ কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪। কিছু দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন নীরেন্দ্রনাথ। সম্প্রতি শরীর আরও খারাপ হতে শুরু করে। কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, সোমবার সকালে হঠাৎ হার্ট এ্যাটাক হয় তার। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি তিনি। খবর আনন্দবাজারের। কবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাহিত্য অঙ্গনের বিশিষ্টরা। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কবির শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা শ্মশানে। কবির লাশ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাখা হবে রবীন্দ্র সদনে। তারপর সেখান থেকে বাংলা একাডেমি হয়ে বাঙুর এভিনিউয়ে তার বাড়ি পৌঁছাবে লাশ। সন্ধ্যা সাড়ে সাতটায় শেষকৃত্যের জন্য তার লাশ নেয়া হবে নিমতলা শ্মশানে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কবি শঙ্খ ঘোষ। ১৯২৪ সালের ১৯ অক্টোবর অবিভক্ত ভারতের ফরিদপুরে তার জন্ম।
×