ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রকেটের প্রোটোটাইপ উন্মোচন

প্রকাশিত: ০৬:০৩, ২৬ ডিসেম্বর ২০১৮

রকেটের প্রোটোটাইপ উন্মোচন

২০১৮ সালে মহাকাশে ২০ বারের বেশি রকেট পাঠিয়েছে স্পেসএক্স। এ ছাড়া ভবিষ্যতের জন্য আরও বড় এবং ভাল পরিকল্পনা নিয়েও কাজ করেছে প্রতিষ্ঠানটি। সোমবার নির্মাণাধীন ‘স্টারশিপ’ প্রোটোটাইপ রকেটের ছবি দেখিয়েছেন প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক। স্টারশিপ রকেটটি আগে ‘বিগ ফ্যালকন রকেট’ (বিএফআর) নামেই পরিচিত ছিল। রকেটে করে মানুষকে চাঁদের চারিদিকে ভ্রমণে নেয়ার লক্ষ্য রয়েছে স্পেসএক্স-এর। এছাড়া মহাকাশ দিয়ে দ্রুতগতির আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনারও উদ্দেশ্য রয়েছে প্রতিষ্ঠানটির। মাস্কের টুইটে পোস্ট করা ছবি থেকে নতুন এই রকেটটি নিয়ে কিছু ধারণা পাওয়া গেছে। বলা হচ্ছে স্যাটার্ন ৫-এর চেয়ে বড় এবং আরও বেশি শক্তিশালী হবে স্টারশিপ রকেটটি। স্যাটার্ন ৫ রকেটে করেই এ্যাপোলো নভোচারীদের চাঁদে পাঠানো হয়। ২০১৯ সাল থেকে স্টারশিপ রকেটের পরীক্ষা শুরু হবে বলেও জানিয়েছেন স্পেসএক্স প্রধান। প্রতিষ্ঠানের পরবর্তী প্রজন্মের তিনটি ‘র‌্যাপটর’ ইঞ্জিন ব্যবহার করা হবে রকেটটির পরীক্ষায়।-সিনেট
×