ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাকাশচারীর অদ্ভুত আচরণ

প্রকাশিত: ০৬:০৩, ২৬ ডিসেম্বর ২০১৮

মহাকাশচারীর অদ্ভুত আচরণ

মহাকাশে হেঁটে আসবার পর কি আর মাটিতে পা পড়ে! এমনটাই মনে হতে পারে নাসার মহাকাশচারী ড্রিউ ফিউস্টেল সম্বন্ধে। সম্প্রতি ১৯৭ দিন মহাকাশে কাটিয়ে ফিরে এসেছেন ড্রিউ। কিন্তু ফিরে এসে পৃথিবীর মাটিতে পা ফেলে হাঁটতে অসুবিধা বোধ করছেন তিনি। নাসার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সামান্য পথও কিছুতেই সোজাভাবে হাঁটতে পারছেন না তিনি। ইতোমধ্যে এই মহাকাশচারীর পৃথিবীতে হাঁটার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে মানবদেহের কিছু পেশি সহজে কাজ করতে পারে না। হাঁটার অভ্যাসও নষ্ট হয়ে যায়। তাই মহাকাশ থেকে ফিরবার পরেই শারীরিক পরীক্ষার সঙ্গে সঙ্গে হাঁটার অভ্যাসও রীতিমতো করতে হয়। ৫৬ বছর বয়সী ড্রিউয়ের এটি নবম মহাকাশচারণা। তার বয়সের সঙ্গে তাল রেখেই এবারের মহাকাশ অভিযানের নাম রাখা হয়েছিল, ‘এক্সপিডিশন ৫৬’।-আন্দবজার পত্রিকা
×