ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্মরণ সভা

বড় অসময়ে চলে গেলেন সাইদুল আনাম টুটুল

প্রকাশিত: ০৬:০২, ২৬ ডিসেম্বর ২০১৮

বড় অসময়ে চলে গেলেন সাইদুল আনাম টুটুল

স্টাফ রিপোর্টার ॥ পৌষের বিকেলে শুভাকাক্সক্ষীরা ভালবাসা জানালেন সাইদুল আনাম টুটুলকে। তাদের সেই ভালবাসার স্মৃতিচারণে ওঠে তার কীর্তিময় জীবনের কথা। উচ্চারিত হলো তার দেশপ্রেম ও শিল্পের প্রতি অনুরাগের কথা। সেই সূত্র ধরে বক্তারা বললেন, মহান মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে যেমন যুদ্ধ করেছিলেন সাইদুল আনাম টুটুল, তেমনি চলচ্চিত্র ও নাটক নির্মাণে মুন্সীয়ানার ছাপ রেখে সমৃদ্ধ করেছেন এদেশের শিল্প-ভুবনকে। এই দেশ ও জাতি তার কাছ থেকে আরও অনেক কিছু পেতো। যে মাসে মুক্তিকামীদের তিনি বিজয় এনে দিয়েছিলেন বিজয়ের মাস সেই ডিসেম্বরেই বড় অসময়ে চলে গেলেন তিনি। সদ্য প্রয়াত এই নির্মাতা ও মুক্তিযোদ্ধার স্মরণসভায় এভাবেই তাকে মূল্যায়ন করলেন তার সুহৃদ, শুভাকঙ্খী, সহকর্মী ও অগ্রজরা। সোমবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সন্ধ্যায় প্রদর্শিত হয় সাইদুল আনাম টুটুল নির্মিত সমাদৃত চলচ্চিত্র ‘আধিয়ার’। যৌথভাবে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, প্রামাণ্যচিত্র পর্ষদ ও শিল্পকলা একাডেমি। সাইদুল আনাম টুটুলের বর্ণবহুল জীবন ও কর্মের স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, স্ত্রী মোবাশ্বেরা খানম, নির্মাতা মশিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, সাংবাদিক আবেদ খান, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নির্মাতা ও সম্পাদক রতন পাল প্রমুখ। বাবাকে স্মরণ করেন মেয়ে ঐষিকা আনাম। সৈয়দ হাসান ইমাম বলেন, বয়সে টুটুল আমার চেয়ে অনেক ছোট হলেও কাজের দিক দিয়ে সে অনেক অভিজ্ঞ ছিল। সে খুব ভাল অভিনয় করলেও পরবর্তীতে অভিনয়টা আর করেনি। তার মূল পেশা হওয়ার কথা ছিল এডিটিং, কিন্তু এদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপটের কারণে তা সম্ভব হয়নি। যার কারণে পুনে থেকে বাংলাদেশে আসার পর সে অনেকদিন কোন কাজ করতে পারেনি। তার অভাব ভীষণভাবে বোধ করছি। হঠাৎ করে এভাবে চলে যাবে ভাবতে পারিনি। নাটক ও চলচ্চিত্রসহ তার সকল সৃষ্টিকর্মগুলো সংরক্ষণ করা খুবই জরুরী। আবেদ খান বলেন, সেই শৈশব থেকেই তার সঙ্গে আমার যোগাযোগ। সেই কলতাবাজার থেকে মৃত্যুর আগের শান্তিনগর পর্যন্ত। ডিসেম্বরকে নিজের অনেক বেদনার মাস উল্লেখ করে তিনি বলেন, এই ডিসেম্বর মাস আমার জন্য অনেক বেদনার ও কষ্টের। কারণ এই মাসেই আমি আমার মা, বোন, ভগ্নিপতি এবং সর্বশেষে প্রিয় মানুষ টুটুলকে হারালাম। যার কারণে প্রতিবছর ডিসেম্বর মাস এলে এক রকমের শঙ্কায় থাকি। তিনি আরও বলেন, মানুষকে বিচার করতে হয় তার কর্মের মধ্য দিয়েই। নিজের কর্মের মাধ্যমেই টুটুল আমাদের মাঝে বেঁচে থাকবেন। একজন টুটুলের কাছ থেকেই আমাদের সততার পাঠ নিতে হবে। বাবার স্মৃতিচারণে মেয়ে ঐষিকা আনাম বলেন, বাবা অনেক নরম মনের মানুষ ছিলেন। হাসির গল্প ও মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে বাবা আমাদের দুইবোনকে অনেক আনন্দ দিতেন। সিনেমা দেখাটাও শিখেছি বাবার কাছ থেকে। আমাদের দুইবোন মিলে বাবা ছবি দেখতেন। আমাদের তিনজনের ছবি দেখার মধ্যে বাবা থাকবে না এটা ভাবতেই ভীষণ কষ্ট হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী নিমা রহমান, নৃত্যশিল্পী আমানুল হক, নির্মাতা সালাহউদ্দিন লাভলুসহ শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
×