ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসির নিরপেক্ষতা নিয়ে বিএনপি একেক সময় একেক মন্তব্য করে ॥ কাদের

প্রকাশিত: ০৬:০১, ২৬ ডিসেম্বর ২০১৮

ইসির নিরপেক্ষতা নিয়ে বিএনপি একেক সময় একেক মন্তব্য করে ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৫ ডিসেম্বর ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিএনপি একেক বার একেক রকম মন্তব্য করে। বিএনপির পক্ষ না নিলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা থাকবে না এটাই তাদেরে মানসিকতা। নির্বাচন কমিশন বিএনপির পক্ষ না নিলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও তাদের প্রশ্ন থেকে যাবে বলে মন্তব্য করেন কাদের। তিনি মঙ্গলবার শেষ বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এর আগে জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক বলে মন্তব্য করায় বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের প্রশংসা করে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছিল। মরা গাঙ্গে জোয়ার আসে না, যে গাঙ্গ মরে গেছে তাতে জোয়ার তোলার বৃথা চেষ্টা করে লাভ নেই বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি নোয়াখালীর-৩ বেগমগঞ্জ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরণের পক্ষে এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ এবিএম জাফর উল্লাহর সভাপতিত্বে পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণ এমপি, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ প্রমুখ। পথ সভায় মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপিকে উদ্দেশ্য করে মরা গাঙ্গ আখ্যা দিয়ে আরও বলেন, বিএনপি বিগত দিনের ক্ষমতাসীন অবস্থায় আশ্বাসের মুলা ও কলা ঝুলানো দল ছাড়া আর কিছুই না। তারা দেশের উন্নয়নে দেখানোর ও প্রমাণ করানোর মতো কিছুই রেখে যায়নি। তিনি বিএনপিকে বন্দুকের নল ও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দল উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের সুদীর্ঘ ইতিহাস হচ্ছে, গণতন্ত্র ও গণতান্ত্রিক লড়াই সংগ্রাম এবং গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হওয়ার ইতিহাস। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ম্যাজিকে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নশীলতার মডেল। মন্ত্রী এ সময় উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, বর্তমানে ১৬ কোটি মানুষ, ১৫ কোটি মোবাইল ফোন হাতের মুঠোয়, ঘরে ঘরে বিদ্যুত, বিদ্যালয়ে-বিদ্যালয়ে কম্পিউটার, শিক্ষার্থীদের হাতে-হাতে বই, ইউনিয়নে-ইউনিয়নে ডিজিটাল সেন্টার, গ্রামগঞ্জে পাকা সড়ক, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এসব কার অবদান? শেখ হাসিনা সরকারের অবদান বলে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের রূপকার হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতায় এলে সারাদেশে ঘরে-ঘরে গ্যাস লাইন সংযোগ, ঘরে-ঘরে একজন বেকার যুবক-যুবতী চাকরির নিশ্চয়তা বিধান করা হবে, স্থানীয়ভাবে ফেনী-সোনাপুর ফোরলেন সড়ক উন্নয়ন এবং চৌমুহনীতে ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে জানান। এ সময় সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী মামুনর রশিদ কিরণের হাত উঁচিয়ে ধরে বলেন, আমার বিশ্বাস আগামী ৩০ ডিসেম্বর আপনাদের বিপুল ভোটে এই বেগমগঞ্জে নৌকা বিজয়ী হবে। পূর্বাকাশে সূর্যের কিরণ জ্বলে উঠবে। তার আলোর আভায় আপনারা বেগমগঞ্জবাসী আলোকিত হবেন। আবারো আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। পথ সভায় এ সময় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×