ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদ ফের কলঙ্কিত করার গভীর চক্রান্তে বিএনপি-জামায়াত

প্রকাশিত: ০৫:৫৮, ২৬ ডিসেম্বর ২০১৮

সংসদ ফের কলঙ্কিত করার গভীর চক্রান্তে বিএনপি-জামায়াত

শংকর কুমার দে ॥ যুদ্ধাপরাধী-জামায়াত, জঙ্গী সম্পৃক্ত, বঙ্গবন্ধু হত্যাকা- ও জাতীয় চার নেতার খুনীর স্বজন, একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি, স্বাধীনতাবিরোধী পক্ষের ব্যক্তি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ ব্যক্তি ও তাদের স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানদের হাতে তুলে দেয়া হয়েছে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’। এ ধরনের প্রার্থীর সংখ্যা প্রায় অর্ধশত, যারা নির্বাচিত হলে আবারও পবিত্র জাতীয় সংসদকে কলঙ্কিত করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি-জামায়াত। এর মধ্যে নির্বাচনে লড়ছেন জামায়াতের ২২ ও ৩ জন জামায়াতের স্বতন্ত্রসহ ২৫ প্রার্থী। বিএনপি-জামায়াত জোট গঠন করে যুদ্ধাপরাধী জামায়াতীদের যেভাবে মন্ত্রী, এমপি বানিয়ে জাতীয় পতাকা তাদের হাতে তুলে দিয়েছিল, ঠিক একই কায়দায় আবারও পবিত্র জাতীয় সংসদকে কলঙ্কিত করার জন্য বিএনপির মনোনয়নে ও মদদে এ ধরনের প্রার্থীদের নির্বাচনে দাঁড় করিয়ে নির্বাচনে জয়ী করে আনার জন্য মাঠে নামিয়েছে অশুভ শক্তি। এই অশুভ শক্তির বিরুদ্ধে কঠোর নজরদারি শুরু করেছে গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার সূত্রে এ খবর জানা গেছে। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, জঙ্গীবাদে যারা মদদ জুগিয়েছে, ঐক্যফ্রন্টের জোট গঠন করার মোড়কে দুর্নীতি-সন্ত্রাসের যারা পৃষ্ঠপোষক, যুদ্ধাপরাধী হিসেবে দ-িত ব্যক্তির সন্তানসহ দুর্বৃত্তায়নের সহযোগিতা করেছে এমন প্রার্থীদের ধানের শীষ প্রতীক দিয়ে মাঠে নামিয়েছে বিএনপি। স্বাধীনতার পক্ষের শক্তি, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ক্ষমতার লড়াইয়ে জয়ী হতে এ ধরনের বিতর্কিত ব্যক্তি, তাদের সন্তান ও প্রজন্মকে জাতীয় সংসদে পাঠাতে এভাবেই করা হচ্ছে পুরস্কৃত। ২০০১ সালে জোট গঠন করে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীদের নির্বাচনে জয়ী করে এনে জাতীয় সংসদে বসিয়ে, মন্ত্রী বানিয়ে পুরস্কৃত করেছিল বিএনপি-জামায়াত জোট। ২০১৮ সালে এসে আবারও একই প্রক্রিয়ায় যুদ্ধাপরাধী জামায়াত, জঙ্গী সম্পৃক্ত ব্যক্তি, একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বিতর্কিত ব্যক্তিদের ধানের শীষের প্রতীক হাতে তুলে দিতে বিএনপিকে সাহায্য করেছে স্বাধীনতার পক্ষের শক্তির দাবিদার ঐক্যফ্রন্ট।
×