ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিইসি ও জেএসসিতে আমতলী মডেল স্কুলের ঈর্ষণীয় সাফল্য

প্রকাশিত: ০৪:২৬, ২৬ ডিসেম্বর ২০১৮

পিইসি ও জেএসসিতে আমতলী মডেল স্কুলের ঈর্ষণীয় সাফল্য

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ এবারের পিইসি ও জেএসসি পরীক্ষায় নিভৃত গ্রামের অতি উন্নত একটি মডেল স্কুলের ঈর্ষণীয় সাফল্য বরাবরের মতো এবারও এসেছে। শিবগঞ্জের আমতলী মডেল স্কুলে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২৯ পরীক্ষার্থীর মধ্যে ১৩ জনই জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে। যে হার প্রায় ৫০ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে কম হলেও স্কুলের শিক্ষার মান যে উন্নত এই ফল সেই প্রমাণই দিয়েছে। জেলার অনেক স্কুলেই সংখ্যায় বহু শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও শতকরা হারে তা কম। এই স্কুলের পিইসি পরীক্ষার ফলও খুব ভাল। ৪৯ পরীক্ষার্থীর ৪৮ জনই পেয়েছে জিপিএ-৫। এই হারও জেলার অনেক স্কুলের চেয়ে বেশি। এই স্কুলের পিইসি পরীক্ষায় গরিব এক মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার লতা জিপিএ-৫ পেয়েছে। প্রাপ্ত নম্বর ৫৮৯। তার বাবা লিটন শেখ ঢাকায় রিক্সা চালান। মা ফিন্নি বেগম গৃহবধূ। তাদের এক ছেলে এক মেয়ে। লতা ছোট। তার বড় ভাই শিবগঞ্জ এম এইচ ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। দুই ভাই বোন শিক্ষাকে ব্রত হিসাবে নিয়েছে। তাদের সহযোগিতা দিচ্ছে আমতলী মডেল স্কুল। ইউজিসি ও লাভলি প্রফেশনাল ভার্সিটির সমঝোতা স্বাক্ষর ভারতের বেসরকারী বিশ্ববিদ্যালয় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির (এলপিইউ) সঙ্গে উচ্চশিক্ষা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সোমবার ইউজিসিতে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও এলপিইউর মধ্যে শিক্ষার উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি করা এ চুক্তির মূল উদ্দেশ্য। ইউজিসি সচিব ড. মোঃ খালেদ ও এলপিইউ’র সহকারী পরিচালক জনাব নিতেশ মহাজন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ পরিচালক ড. শামসুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×