ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: ০৪:২৪, ২৬ ডিসেম্বর ২০১৮

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পনে ৯টার দিকে নীলফামারী-ডোমার সড়কের জেলা সদরের পলাশবাড়ি নামক স্থানে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক হতে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী আইনুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মজিদা বেগম(৪৫) মোটরসাইকেল যোগে নীলফামারী ডায়বেটিক হাসপাতালে আসছিল। পথে জেলা সদরের ডোমার সড়কে পলাশবাড়ি কলেজের সামনে এলে বিপরীত দিক হতে ডোমারগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী মারা যায়। গুরুতর আহত অবস্থায় জেলা সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে স্ত্রীর মৃত্যু হয়। রংপুরে জেএমবি’র ৩ জঙ্গী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৫ ডিসেম্বর ॥ র‌্যাব-১৩ রংপুর জেএমবির ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রংপুরের গঙ্গাচড়া ও লালমনিরহাটের পাটগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাটের মৃত আলাউদ্দিন মুন্সির পুত্র শাহ আলম, পাটগ্রামের মৃত নূর ইসলামের পুত্র সোহেল রানা, রংপুর জেলার গঙ্গাচড়া থানার আসাদুল ইসলামের পুত্র মনিছুর রহমান। মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিং করে সাংবদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পরিচালক এএসপি আহসান হাবীব। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জঙ্গীরা জানায় তারা ৪-৫ বছর যাবত গোপনে জেএমবি’র সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনা করছিল।
×