ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়েবক্যাম আনছে মাইক্রোসফট

প্রকাশিত: ০৪:১৬, ২৬ ডিসেম্বর ২০১৮

ওয়েবক্যাম আনছে মাইক্রোসফট

অর্থনৈতিক রিপোর্টার ॥ উইন্ডোজ ১০ ও এক্সবক্স ওয়ান-এর জন্য ২০১৯ সালে ওয়েবক্যাম আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট। সামনের বছর নতুন দুইটি ওয়েবক্যাম আনবে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটিতে থাকবে উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, যা যে কোন উইন্ডোজ ১০ পিসিতে কাজ করবে। অন্য ক্যামেরাটি মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের সঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। ক্যামেরার সামনে আসলে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহককে লগইন করাবে এটি। ধারণা করা হচ্ছে একের অধিক এ্যাকাউন্টে কাজ করবে এই ফিচারটি। চলতি বছরের অক্টোবরে নতুন ওয়েবক্যাম আনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন মাইক্রোসফট সারফেইস প্রধান প্যানোস পানায়। আইবিএমের জন্য চিপ তৈরি করবে স্যামসাং অর্থনৈতিক রিপোর্টার ॥ আইবিএম’র সিপিউ’র জন্য দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এবার ৭ ন্যানোমিটারের চিপ তৈরি করবে। এই কাজের জন্য দুই শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় স্যামসাং আইবিএম পাওয়ার সিস্টেমস, আইবিএম জেড, আইবিএম লিনাক্সওয়ান হাই-পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) সিস্টেম এবং ক্লাউড অর্গানাইজেশনের জন্য ৭ মিলিমিটারের মাইক্রো-প্রসেসর তৈরি করবে। এ ব্যাপারে আইবিএম বলছে, সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে স্যামসাং ইন্ড্রাস্ট্রি লিড করছে। এ কারণে তাদের সঙ্গে এই চুক্তি।
×