ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁর খঞ্জনপুরে স্থলবন্দরের দাবি

প্রকাশিত: ০৪:১৬, ২৬ ডিসেম্বর ২০১৮

নওগাঁর খঞ্জনপুরে স্থলবন্দরের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধান, চাল, খনিজ সম্পদ আর আমে সমৃদ্ধ জেলা নওগাঁর খঞ্জনপুরে একটি স্থলবন্দর হবে, এমন খবরের সঙ্গে বেশ পরিচিত এখানকার ব্যবসায়ীরা। তাদের মতে, পার্শ্ববর্তী বেনাপোল দিয়ে আমদানি রফতানি অনেক বেশি সময় ও খরচ গুণতে হয় তাদের। তাই ব্যবসায়ের নতুন দ্বার উন্মোচনে এ অঞ্চলে স্থলবন্দর চান ব্যবসায়ীরা। এরই মধ্যে ভারত-বাংলাদেশের একাধিক টিম পরিদর্শন করেছে জায়গাটি। উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। কৃষিনির্ভর হলেও ব্রিটিশ আমল থেকেই বাণিজ্যে বেশ খ্যাতি রয়েছে এ জেলার। শুধু দেশেই নয়, দেশ থেকে চাল আর পাট রফতানির বড় অংশীদার এ জেলা। সম্প্রতি দেশের সর্ববৃহৎ চুনাপাথরের খনিও মিলেছে এখানে। আর তাই এখানে একটি স্থলবন্দর স্থাপনের দাবি জেলাবাসীর। জমি, শ্রমসহ সবদিক থেকেই সহযোগিতা করতেও আগ্রহী তারা। ব্যবসায়ীরা বলছেন, পার্শ্ববর্তী বেনাপোল সীমান্ত দিয়ে পণ্য রফতানি ও আমদানি করতে অনেক সময় ও ব্যয়সাপেক্ষ। এতে পণ্যের দামে বড় ধরনের পার্থক্য তৈরি হয়। এছাড়া বন্দরটি স্থাপন হলে বিশেষ করে নওগাঁর চাল রফতানির নতুন দিগন্তের উন্মোচন হবে। স্থানীয় রাজনীতিবিদরা মনে করেন, বন্দর স্থাপনের সব ধরনের সুযোগ-সুবিধাই রয়েছে এখানে। ব্রিটিশ নক্সা অনুযায়ী, মূল সড়ক থেকে প্রায় দেড় শ’ ফিট চওড়া একটি রাস্তা ভারত পর্যন্ত পৌঁছেছে। যেটি দিয়ে দেশের যে কোন প্রান্তে পণ্য আনা নেয়া করা যাবে খুব সহজেই।
×