ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাইওয়ানে টুজি নিষিদ্ধ

প্রকাশিত: ০৪:১৬, ২৬ ডিসেম্বর ২০১৮

তাইওয়ানে টুজি নিষিদ্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ তাইওয়ানে ২০১৯ সাল থেকে ফোরজি নেটওয়ার্ক ব্যবহারের নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। ফলে চলতি বছরের শেষেই ইতি টানছে থ্রিজি নেটওয়ার্ক। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জেডনেটের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের অধিকাংশ জনগণ ইতোমধ্যে ফোরজি নেটওয়ার্কে স্থানান্তরিত হয়েছে। তারপরও দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ মানুষ থ্রিজি ব্যবহার করছে। বর্তমানে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ফোরজি নেটওয়ার্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে স্থানীয় বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এখনই বিক্রি হচ্ছে না এয়ার ইন্ডিয়া অর্থনৈতিক রিপোর্টার ॥ এখনই বিক্রি নয় এয়ার ইন্ডিয়া। বরং তাতে টাকা বিনিয়োগ করবে মোদি সরকার। দেশের সরকার নিয়ন্ত্রিত বিমান পরিষেবা সংস্থাটিকে চাঙ্গা করতে আপাতত ২৩০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার জন্য বৃহস্পতিবার সংসদের অনুমোদন চাইলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রায় এক দশক ধরে ধুঁকছে এয়ার ইন্ডিয়া। ঋণের বোঝা বেড়ে ৮০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সংস্থাটিকে চাঙ্গা করতে এর আগে এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদির সরকার। কিন্তু কোন সংস্থাকেই এগিয়ে আসতে দেখা যায়নি।
×