ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনে চায়ের স্বাদ বদলের সুযোগ কাজে লাগাতে চায় ভারত

প্রকাশিত: ০৪:১৫, ২৬ ডিসেম্বর ২০১৮

চীনে চায়ের স্বাদ বদলের সুযোগ কাজে লাগাতে চায় ভারত

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বাদ বদল হচ্ছে খাস চায়ের দেশের পেয়ালায়। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসা বৃদ্ধির গন্ধ পাচ্ছেন ভারতের ব্যবসায়ীরা। সবুজ চায়ের (গ্রিন টি) ওপর অত্যধিক নির্ভরতা কমিয়ে কালো চায়ের (ব্ল্যাক টি) দিকে ঝুঁকছে চীনের নবীন প্রজন্ম। তাই এর উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানিতেও নজর দিচ্ছে চীন। ফলে বাড়তি গুরুত্ব পাচ্ছে ভারতীয় চা। ইন্ডিয়ান টি এ্যাসোসিয়েশনের (আইটিএ) আশা, এই বাজার ধরতে পারলে আগামী বছর চীনে ভারতীয় চায়ের রফতানি প্রায় ৫০ শতাংশ বাড়বে। চা শিল্পের প্রসারে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়াতে সম্প্রতি কলকাতায় আইটিএ-র সঙ্গে একটি চুক্তি সই করেছে চায়না টি মার্কেটিং এ্যাসোসিয়েশন (সিটিএমএ)। ওই সংগঠনের প্রেসিডেন্ট ওয়াং কিং জানান, তাদের দেশে বিভিন্ন ধরনের পানীয়ের পাশাপাশি বড়ছে কড়া স্বাদের কালো সিটিসি চায়ের চাহিদা। আইটিএ’র চেয়ারম্যান বিবেক গোয়েন্কার আশা, আগামী বছর চীনে ভারতীয় চা রফতানি ১.৫ কোটি কেজিতে পৌঁছবে। তার যুক্তি, শ্রীলঙ্কা থেকেও চা আমদানি করে চীন। কিন্তু সেই চা যথেষ্ট দামী। ফলে বাজার পাওয়ার ব্যাপারে ভারতের দামী সিটিসি ও দার্জিলিং চায়ের সমস্যা হওয়ার কথা নয়।
×