ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬ কোম্পানির এজিএম আজ

প্রকাশিত: ০৪:১১, ২৬ ডিসেম্বর ২০১৮

৬ কোম্পানির এজিএম আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আজ বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে জানা গেছে, অগ্নি সিস্টেমসের সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে; আমান কটন ফাইবার্সের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, বৈরাগির চর, শ্রীপুর, গাজীপুরে; বাংলাদেশ থাই এ্যালুমিনিয়ামের বেলা সাড়ে ১১টায়, ট্রাস্ট মিলনায়তন, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে এবং জাহিন স্পিনিংয়ের এজিএম একই দিন সকাল ১০টায়, সুগন্ধা কমিউনিটি সেন্টার, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর এজিএমে সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে। এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ৩ শতাংশ নগদ (উদ্যোক্তা পরিচালক ব্যতীত), আলহাজ টেক্সটাইল ১০ শতাংশ বোনাস, অগ্নি সিস্টেমস ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, আমান কটন ফাইবার্স ১০ শতাংশ নগদ , বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম ৭.৫০ শতাংশ বোনাস এবং জাহিন স্পিনিং ১০ শতাংশ বোনাস।
×