ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোবাইল এ্যাপে লেনদেনে ফি নিচ্ছে না ডিএসই

প্রকাশিত: ০৪:০৯, ২৬ ডিসেম্বর ২০১৮

মোবাইল এ্যাপে লেনদেনে ফি নিচ্ছে না ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল এ্যাপ ব্যবহারকারীদের লেনদেনের ওপর প্রতি মাসে ১৫০ টাকা ফি আরোপ করার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কিন্তু রবিবার স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের সভায় এখনই মোবাইল এ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে ফি না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এ্যাপটি ব্যবহারে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্লেক্সট্রেডকে প্রতি ব্যবহারকারীর জন্য মাসিকভিত্তিতে এক ডলার পরিশোধ করতে হবে। এর সঙ্গে ২০ শতাংশ করও ডিএসইকে পরিশোধ করতে হবে। আপাতত ডিএসই ভর্তুকি হিসেবে এ ফি দেবে। এ্যাপটির ব্যবহারকারী এক লাখ ছাড়ানোর পর ফি আরোপের বিষয়টি বিবেচনায় নেবে পর্ষদ। এর আগে গত বুধবার ডিএসই সব ব্রোকারকে এক চিঠিতে ডিএসই মোবাইল এ্যাপ প্রত্যেক ব্যবহারকারীকে মাসিক ১৫০ টাকা ফি নির্ধারণ করে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যবহারকারীরা বিনামূল্যে এ সেবা পাবেন। কিন্তু ১ জানুয়ারি থেকে এ্যাপটি ব্যবহারে মাসিক ১৫০ টাকা হারে ফি দিতে হবে। বর্তমানে ডিএসই-মোবাইল নামের এ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রায় ৪১ হাজার বিনিয়োগকারী নিজেই স্মার্টফোন ব্যবহার করে শেয়ার কেনাবেচা করছেন অথবা শেয়ার লেনদেনের তাৎক্ষণিক তথ্য জানতে পারছেন। সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে ডিএসইর একজন পরিচালক বলেন, এ্যাপটির জনপ্রিয়তা বাড়ানোর স্বার্থে এখনই বিনিয়োগকারীদের কাছ থেকে ফি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। এখন ফ্লেক্সট্রেড যদি অর্থ দাবি করে, সে ক্ষেত্রে ওই অর্থ বিনিয়োগকারীদের জন্য ভর্তুকি দেবে স্টক এক্সচেঞ্জ। এতে ডিএসইর শেয়ারহোল্ডাররা কম লভ্যাংশ পাবেন। বিনিয়োগকারীদের স্বার্থে এ ছাড় দিতে তারা রাজি বলেও জানান তিনি। ডিএসইর কর্মকর্তারা জানিয়েছেন, ডিএসই মোবাইল এ্যাপের প্রস্তুতকারক ফ্লেক্সট্রেড ডিএসইর সঙ্গে চুক্তির শর্তানুযায়ী গত মার্চ থেকে মাসিক ভিত্তিতে গ্রাহক প্রতি এক ডলার হারে বিল করেছে। গত সেপ্টেম্বর পর্যন্ত ৪১ হাজার ডলার বিল এসেছে। এখন প্রতি মাসে প্রায় ৪১ হাজার ডলার করে বিল দিতে হবে। এ বিষয়ে এখনই ফি না নিতে প্রতিষ্ঠানটির সঙ্গে নানা দেনদরবার করলেও তারা রাজি হয়নি। এমন প্রেক্ষাপটে আর্থিক ক্ষতি এড়াতে ডিএসইর ব্যবস্থাপনা বিভাগ ফি ধার্যের সিদ্ধান্ত নিয়েছিল। ওই কর্মকর্তা আরও জানান, পর্ষদ গ্রাহক প্রতি দেড়শ টাকা ফি ধরেছিল। এর মধ্যে ফ্লেক্সট্রেডই পাবে ৮৪ টাকা এবং কর দিতে হবে ১৭ টাকা। বাকি ৪৯ টাকার মধ্যে সংশ্লিষ্ট ব্রোকারকে ২৫ টাকা দিতে চেয়েছিল। এখন পর্ষদ এ সিদ্ধান্ত বাতিল করার কারণে ডিএসইকে বড় ধরনের ভর্তুকি দিতে হবে। বর্তমানে এই এ্যাপ্লিকেশনের তিনটি ভার্সন রয়েছে। একটি হলো- ডিএসই মোবাইল-ভিআইপি। এ ভার্সনের মাধ্যমে ব্যবহারকারী তার পোর্টফোলিওসহ লাইভ শেয়ার কেনাবেচা দেখতে পারেন। দ্বিতীয়টি ডিএসই মোবাইল-ট্রেডার। এটির মাধ্যমে ব্যবহারকারী সব তথ্য দেখার পাশাপাশি নিজে শেয়ার কেনাবেচারও অর্ডারও দিতে পারেন। তৃতীয়টি ডিএসই মোবাইল-ইনভেস্টটর। এ ভার্সন ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহারের জন্য।
×