ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়া-৩ আসন ধানের শীষের বেআইনী প্রচার বন্ধ করে দিল প্রশাসন

প্রকাশিত: ০৭:৪৩, ২৫ ডিসেম্বর ২০১৮

বগুড়া-৩ আসন ধানের শীষের বেআইনী প্রচার বন্ধ করে দিল প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৪ ডিসেম্বর ॥ রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক বরাদ্দ না নিয়ে শুধু আপীল বিভাগের রায়ের ভিত্তিতে সোমবার রাতে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনের বিএনপি প্রার্থী মাছুদা মোমিনের ধানের শীষের জন্য চালানো নির্বাচনী প্রচারের মাইক বন্ধ করে দিয়েছে প্রশাসন। জানা গেছে, বিএনপি থেকে মূল মনোনয়ন দেয়া হয় যুদ্ধাপরাধ মামলায় পলাতক বিএনপির কেন্দ্রীয় নেতা দুই বারের এমপি আব্দুল মোমিন তালুকদার খোকাকে। বিকল্প হিসাবে দেয়া তার স্ত্রী মাছুদা মোমিনকে। এর পর দেয়া হয় মোমিন তালুকদারের ছোট ভাই আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আব্দুল মুহিত তালুকদারকে। কিন্তু তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় রিটার্নিং অফিসার মুহিত তালুকদারের মনোনয়ন বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপীল করলে সেখানেও তার মনোনয়ন বাতিল হয়। পরে হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করলে রিটার্নিং অফিসার মুহিত তালুকদারকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন। এর পর মাছুদা মোমিনের বিরুদ্ধে আপীল করলে আপীল বিভাগ মুহিতের প্রার্থিতা বাতিল করেন। পরে তিনি আপীল বিভাগের রায়ের ব্যাপারে রিভিউ করেন। সোমবার রিভিউ শুনানিতেও মুহিত তালুকদারের প্রার্থিতা বাতিল আদেশ বহাল করে এবং মাছুদা মোমিনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। কিন্তু রায় পাওয়া প্রার্থী মাছুদা মোমিন রিটার্নিং অফিসারের নিকট থেকে প্রতীক বরাদ্দ নেয়নি। এ অস্থায় সোমবার মাছুদা মোমিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গ্রামীণ এলাকায় মাইকে প্রচার শুরু করা হয়। রাতে খবর পেয়ে প্রশাসন থেকে প্রচার মাইক বন্ধ করে দেন এবং রিটার্নিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্দ না পাওয়া পর্যন্ত সব ধরনের প্রচার বন্ধ রাখতে বলেছেন। এ বিষয়ে রাত পৌনে ১০টায় আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
×