ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে লাঞ্ছিত, হত্যার হুমকি

প্রকাশিত: ০৭:৪১, ২৫ ডিসেম্বর ২০১৮

না’গঞ্জে-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে লাঞ্ছিত, হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়েছে। এছাড়াও তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। এলাকা না ছাড়লে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। সোমবার রাত আটটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মনির হোসাইন কাসেমী এ অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, সোমবার বেলা ৩টায় ফতুল্লার ভুঁইঘর রূপায়ন টাউনের গেটের সামনে শাহ নিজাম তার দলবল নিয়ে এ হুমকি দেন বলে তিনি অভিযোগ করেন। তবে রাত পৌনে ৯টায় নগরীরর চাষাঢ়া সায়াম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের ব্যক্তিগত কার্যালয়ে পাল্টা এক সংবাদ সম্মেলনে শাহ নিজাম তার বিরুদ্ধে ধানের শীষ প্রতীকের প্রার্থীর করা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আমি তাকে চিনি না। তবে বিভিন্ন সভা সমাবেশ ও আমাদের নেতা বলেছেন কাসেমী জঙ্গী নেতা হতে পারে। তার সঙ্গে জঙ্গী কানেকশন থাকতে পারে। আমার নেতার এই মেসেসটি বিভিন্ন উঠান বৈঠক ও সভা সমাবেশে বলেছি, চার আসনের বিএনপির শরিক দলের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর গতিবিধি সন্দেহজনক। এ জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। এজন্য আমাকে টার্গেট করে মিথ্য প্রোপাগান্ডা করা হচ্ছে সস্ত সিমপেথি নেয়ার জন্য। নারায়ণগঞ্জে জেলা বিএনপির সহ-সভাপতি আটক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি পারভেজ আহমেদকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, আমাদের কাছে তথ্য রয়েছে বিএনপি নেতা পারভেজ আহমেদ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মাদ্রাসায় গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে এনে নাশকতার পরিকল্পনা করছিলেন। এজন্য তাকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×