ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এমপি হওয়ার লোভে ওরা বিএনপি জামায়াতের কাছে আত্মসমর্পণ করেছে ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৩২, ২৫ ডিসেম্বর ২০১৮

এমপি হওয়ার লোভে ওরা বিএনপি জামায়াতের কাছে আত্মসমর্পণ করেছে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ আগামী নির্বাচনে মহাজোটকে বিজয়ী করার আহ্বান জানিয়ে ১৪ দলের মুখপাত্র ও মহাজোটের সমন্বয়ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান প্রণেতা কমিটির সদস্য ড. কামাল, স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আসম রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মান্নার মতো নেতারা এমপি হওয়ার লোভে খুনী, হত্যাকারী বিএনপি-জামায়াতের কাছে আত্মসমর্পণ করেছেন। বাংলার জনগণ ৩০ ডিসেম্বর ভোট দিয়ে তাদের বেইমানির জবাব দেবে ইনশা আল্লাহ তিনি বলেন, সারাদেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে মহাজোটের বিজয় সুনিশ্চিত। বগুড়ায় নৌকা ও লাঙ্গল একত্র হয়ে কাজ করে ৭টি আসনে বিজয়ী হতে হবে। বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন ৭টি আসনে নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্বাচনী খেলায় ফাউল করবেন না, ফাউল করলে নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন, জঙ্গী সৃষ্টি হবে, হাওয়া ভবন সৃষ্টি হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোটের কোন বিকল্প নেই। দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে শেখ হাসিনার আওয়ামী লীগকে জয়ী করতে হবে। মোহাম্মদ নাসিম সোমবার রাত সাড়ে ন’টার দিকে ঢাকা ফেরার পথে বগুড়া শহরতলীর দ্বিতীয় বাইপাসের ধারে একটি হোটেলে যাত্রা বিরতিকালে নির্বাচনী কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন। এর আগে তিনি গাইবান্ধার সাঘাটায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন যুদ্ধাপরাধীরা ক্ষমা চায় না, দুর্নীতির চ্যাম্পিয়ন খালেদা জিয়া দুর্নীতি করে দÐিত অপরাধী হয়েও ক্ষমা চান না, আর শেখ হাসিনা দেশের উন্নয়ন করে বিশে^র দরবারে বাংলাদেশকে সুউচ্চ আসনে তুলে ধরার পরও ভুল ত্রæটি হলে জাতির কাছে ক্ষমা চান। এমন নেত্রী বিশে^ বিরল। সেই নেত্রী শেখ হাসিনাকে নির্বাচনে বিজয়ী করতে হবে জাতির উন্নয়নের স্বার্থে। তিনি বলেন বিএনপি-জামায়াত সহিংসতার দল। এ দেশের মানুষ বিএনপি জামায়াতের পেট্রোলবোমা সন্ত্রাসের কথা ভুলে যায়নি। বিএনপির মহাসচিব বলেছেন, ভোট প্রদানের পর ভোট কেন্দ্র পাহারা দিতে। তারা ভোট কেন্দ্র পাহারা দেবে না তারা অরাজকতা ও সন্ত্রাস করার জন্য পাহারা দেবে। এর কারণ তারা বিজয়ী হতে পারবে না। অরাজকতা করে ভোট ভÐুলের পাঁয়তারা করছে তারা। তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। এক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের অরাজকতা প্রতিহত করতে হবে। বগুড়ায় স্বল্পকালীন যাত্রা বিরতির কর্মী সম্মেলনে বগুড়া-৬ আসনের মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (জাপা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমরকে পরিচয় করিয়ে দেন মোহাম্মদ নাসিম। বলেন মহাজোটের প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। লাঙ্গল প্রতীকের প্রার্থী ওমরকে বিজয়ী করা অর্থ মহাজোটকে বিজয়ী করা। তিনি এই প্রাথীর পক্ষে ভোট প্রার্থনার আহŸান জানান। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, মাফুজুল ইসলাম রাজ প্রমুখ।
×