ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির বিরুদ্ধে ঢালাও অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ ॥ রিজভী

প্রকাশিত: ০৭:৩১, ২৫ ডিসেম্বর ২০১৮

বিএনপির বিরুদ্ধে ঢালাও অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ঢালাওভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে ক্ষমতাসীন দলের লোকেরা নিজেদের ঘর, গাড়ি, সম্পদ ও মানুষ পুড়িয়ে এর দায় চাপিয়েছে বিএনপিসহ বিরোধী দলের ওপর। কিন্তু যে কোন নাশকতা ঘটানোর পরেই ধরা পড়েছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী নেতারা যে নিজেরাই নাশকতা করে নিজেদের গাড়ি পুড়িয়েছেন, মানুষ পুড়িয়ে বিএনপির ওপর দায় চাপিয়েছেন, সেগুলো আওয়ামী লীগের আরেক নেতা ফাঁস করেছেন। অথচ সেগুলোকে আড়াল করে একচেটিয়াভাবে গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে নাশকতার মামলা দেয়া হয়েছে। পৃথিবীর দেশে দেশে গণবিচ্ছিন্ন নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসকরাই অন্তর্ঘাত ও নাশকতার পন্থা অবলম্বন করে গণতন্ত্রকামী শুভশক্তির বিরুদ্ধে কলঙ্ক লেপন করেছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার পৌষ মাস থাকবে না। মানবতাবিরোধী যে কোন কর্মকাণ্ডর আসল নায়কদের চেহারা প্রকাশ পাবেই। রিজভী বলেন, নিরীহ মানুষদেরকেও আঘাতে ক্ষতবিক্ষত করে এর দায় বিরোধী দলগুলোর ওপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা আওয়ামী লীগ ভয়ঙ্কর চক্রান্তে মেতেছে। আর এটিরই বর্ধিত প্রকাশ দেখা গেল ছাত্রলীগ নেতা চুয়াডাঙ্গায় সহকারী পুলিশ সুপার আবু রাসেলের গাড়িতে বোমা হামলার মধ্য দিয়ে। আবারও প্রমাণিত হলো- ক্ষমতাসীনরা মিথ্যা জয়ের অহঙ্কার দেখানোর চেষ্টা করছে। ওরা নিজেরাই পুলিশ-র‌্যাবকে গুলি করবে, গরিব মানুষের বাড়ি-ঘর, বাজার, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলবে, আর এর জন্য বিএনপিকে অভিযুক্ত করে ঢাকঢোল পেটাবে। আমি দেশবাসী, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে স্যাবোটাজ থেকে সাবধান থাকার অনুরোধ করছি। রিজভী বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবারও আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও একটি বাড়িতে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় হাতেনাতে আটক করে দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গণপিটুনির শিকার দু’জনই নৌকার সমর্থক। নোয়াখালীতে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের নির্বাচনী প্রচারের গাড়িবহরে হামলা চালিয়ে তার গাড়িসহ বহরের কিছু গাড়ি ভাংচুর ও অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অল্পের জন্য ব্যারিস্টার মওদুদ সাহেব প্রাণে রক্ষা পেয়েছেন। নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নির্বাচনী গণসংযোগে চাটখিলের মল্লিকা দীঘিরপাড়ে ও সাহাপুরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। সেখানে সন্ত্রাসীরা বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও বেধড়ক মারপিট করেছে। হামলায় অনেক নেতাকর্মী আহত হয়েছে। লক্ষীপুর-৩ নির্বাচনী এলাকায় প্রচার চালানোর সময় উষাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এভাবে আরও অনেক জায়গায় হামলা করা হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
×