ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় আর নেই

প্রকাশিত: ০৭:১০, ২৫ ডিসেম্বর ২০১৮

সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় আর নেই

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের বাংলা ও হিন্দি গানের প্রখ্যাত সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় আর নেই। গতকাল সোমবার দুপুরে কলকাতায় তিনি নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দ্বিজেন মুখোপাধ্যায়ের মৃত্যুতে কলকাতার সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা, শিল্পী দেবজ্যোতি মিশ্র, লোপামুদ্রা মিত্র, আরতি মুখোপাধ্যায়, রূপম ইসলামসহ আরও অনেকেই। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। গত ২৯ সেপ্টেম্বর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। গত শতকের চল্লিশের দশকের শেষ দিকে সলিল চৌধুরীর সঙ্গে দ্বিজেন মুখোপাধ্যায়ের বন্ধুত্বের শুরু। সলিল চৌধুরীর হাত ধরেই হিন্দি ছবির গানে প্রবেশ করেন তিনি। এই জুটির কথা শ্রোতারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দেড় হাজার গান রেকর্ড করেছেন তার মধ্যে ৮০০ রবীন্দ্র সঙ্গীত।
×