ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আকাশ রঞ্জনের নাটক ‘ডাবলু দ্যা ক্লেভার’

প্রকাশিত: ০৭:০৯, ২৫ ডিসেম্বর ২০১৮

আকাশ রঞ্জনের নাটক ‘ডাবলু দ্যা ক্লেভার’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ এক ঘণ্টার নাটক ‘ডাবলু দ্যা ক্লেভার’। ‘ডাবলু দ্যা ক্লেভার’ নাটকটি রচনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। আর নাটকটি পরিচালনা করেছেন কামরুল ইসলাম খান। এ নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় নাট্যকার ও পরিচালক আকাশ রঞ্জন। আরও অভিনয় করেছেন কচি খন্দকার, অলিউল হক রুমি, হায়দার আলী, সানজিদা তন্বী, তানভীর মাসুদ প্রমুখ। নাটকের চিত্রগ্রহণ সিরাজ হোসেন। সম্পাদনায় ইমন। প্রধান সহকারী পরিচালক অনিক, প্রযোজনা কাব্য মাল্টিমিডিয়া। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে সমাজে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আছে। এই ভালমন্দের মাঝে প্রতারক শ্রেণীর মানুষের গল্পকে নাটকে প্রাধান্য দেয়া হয়েছে। বিশেষ করে নাটকে দেখানো হয়েছে প্রতারণার ফল একদিন না একদিন মানুষকে ভোগ করতে হয়। প্রসঙ্গত এক সময়ের মঞ্চকর্মী আকাশ রঞ্জন। মাঝে কিছুটা সময় নাটক রচনা নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মধ্যেই পরিচালনা ও অভিনয়ও করেন। ‘নোয়াশাল’ ‘কমেডি-৪২০’, ‘রসের হাড়ি’, ‘মকো মালয়েশিয়া’ অসংখ্য নাটক রচনা করে জনপ্রিয়তা পেয়েছেন। মাঝে মাঝে পরিচালনাও করে থাকেন তিনি। তবে এক সময়ের মঞ্চকর্মী আকাশ রঞ্জন অভিনয় দিয়ে মানুষের মন জয় করতে চান আকাশ রঞ্জন। সেই লক্ষ্যে মাঝে মাঝেই অভিনয়ে মনোনিবেশ করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘ডাবলু দ্যা ক্লেভার’ নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করলেন তিনি। সময় সুযোগ পেলে অভিনয়টাও নিয়মিত করতে চান এ সময়ের এই জনপ্রিয় নাট্যকার ও পরিচালক।
×