ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বড়দিনের বিশেষ নাটক ‘কোন অভিযোগ নেই’

প্রকাশিত: ০৭:০৭, ২৫ ডিসেম্বর ২০১৮

বড়দিনের বিশেষ নাটক ‘কোন অভিযোগ নেই’

সংস্কৃতি ডেস্ক ॥ বড়দিন উপলক্ষে এনটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘কোন অভিযোগ নেই’। বড়দিনের বিশেষ নাটক ‘কোন অভিযোগ নেই’। সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া ও নাজিয়া হক অর্ষা। নাটকের গল্পে ‘নিলাদ্রি ও সোহেল’ নামের চরিত্র দুটি রূপায়ন করেছেন তারা। নাটকের কাহিনীতে দেখা যাবে, নিলাদ্রি ও সোহেল দু’জন দু’জনকে ভালবাসে। তারা দু’জনই খুব ভাল একটা ইউনিভার্সিটিতে পড়ে। দু’জনের বাবাই বেশ বিত্তশালী। ভার্সিটির আরেক বন্ধু সুস্ময়ও নিলাদ্রিকে পছন্দ করে। তবে সোহেলের সঙ্গে ওর রিলেশন থাকায় সুস্ময়ের ভাললাগা ঢাকা পড়ে যায়। সোহেল একজন পরোপকারী মানুষ। সে সবসময় মানুষের বিপদে এগিয়ে যায়। কেউ কোন বিপদে পড়লে তাকে টাকা দিয়ে হোক শ্রম দিয়ে হোক সাহায্য করে। বন্ধু মহলে এজন্য সোহেলের বেশ কদর। নিলাদ্রীও সোহেলের এই বিয়ষটা ভীষণ পছন্দ করে। ভালই চলছিল নিলাদ্রি ও সোহেলের প্রেম। হঠাৎ করে সোহেলের বাবার ব্যবসায় ধস নামে। সে দেউলিয়া হয়ে যায়। সোহেলরা একদম পথে বসে যায়। এগিয়ে যায় গল্প। নির্মাতা জয়ন্ত রোজারিও নাটকটি প্রসঙ্গে বলেন, আমার জীবনে অনেক বড়দিন পার করেছি। অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি। অনেক সময় অভিমান করেছি, রাগ করেছি। কিন্তু যিশু খ্রিস্টের জীবন-আদর্শ হিসেবে দেখলে আমরা দেখি মৃত্যুর আগ পর্যন্ত তিনি সকল কিছু মেনে নিয়েছেন। কোন অভিযোগ করেননি। তাই আমরা যারা এ বড়দিনে অনেক না পাওয়ার কষ্টে আছি, তাদের মনের কষ্ট দূর করতে নির্মিত হলো বড়দিন এ নাটকটি। নির্মাতা জানান, আজ সন্ধ্যা ৬-৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।
×