ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জেনেসিস থিয়েটারের ২৭ বছর পূর্তিতে আয়োজন

প্রকাশিত: ০৭:০৬, ২৫ ডিসেম্বর ২০১৮

জেনেসিস থিয়েটারের ২৭ বছর পূর্তিতে আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ ২৭ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে সাংস্কৃতিক ও নাট্য সংগঠন ‘জেনেসিস থিয়েটার’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ছাড়াও গান, কবিতা, নৃত্যসহ নানা কর্মসূচী নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে বলে জানিয়েছে দলের প্রধান নূর হোসেন রানা। সব শেষে সন্ধ্যা ৭টায় জেনেসিস থিয়েটারের অন্যতম প্রযোজনা ‘একজন আমেনা’ নাটকের ১২তম মঞ্চায়ন হবে। সমাজের বাস্তবতা নিয়ে নাটক ‘একজন আমেনা’ নাটকের মূল গল্প লিখেছেন জামিউর রহমান লেমন এবং নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা। নাটকটিতে সমাজের নারী-পুরুষ বৈষম্য, নারী নির্যাতন রাজনৈতিক অস্থিরতা সমাজের উঁচুস্তরের মানুষের কাছে সাধারণ মানুষ জিম্মিসহ অন্যান্য বিষয় তুলে ধরা হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইমন খান, নুসরাত লিয়া, ইকবাল, আবদুল কাদের, রিংকু, শিহাব, শাকিল, প্রদীপ, বিজু, প্রকাশ সরকার সুমনসহ আরও অনেকে।
×