ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেকর্ডবুকে ফ্রাঙ্ক রিবেরির নাম

প্রকাশিত: ০৭:০৫, ২৫ ডিসেম্বর ২০১৮

রেকর্ডবুকে ফ্রাঙ্ক রিবেরির নাম

স্পোর্টস রিপোর্টার ॥ বয়সে পঁয়ত্রিশকেও ছাড়িয়ে গেছেন ফ্রাঙ্ক রিবেরি। কিন্তু নিজেকে বয়সের ফ্রেমে বেঁধে রাখতে রাজি নন বেয়ার্ন মিউনিখের ফরাসী উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি। মাঠের লড়াইয়ে এই সময়েও যে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিচ্ছেন তিনি। জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের জার্সিতে সর্বশেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টের জালেও দুইবার বল জড়িয়েছেন রিবেরি। আর তাতেই নিজেকে নিয়ে গেলেন ইতিহাসের পাতায়। বেয়ার্ন মিউনিখের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একের অধিক গোল করার রেকর্ড গড়েন তিনি। শনিবার জোড়া গোলের দিন রিবেরির বয়স ছিল ৩৫ বছর ২৫৯ দিন। জার্মান বুন্দেসলিগায় রিবেরির দুই গোলের সৌজন্যে বেয়ার্ন মিউনিখও এদিন ৩-০ গোলে পরাজিত করে শক্তিশালী ফ্রাঙ্কফুর্টকে। এই জয়ের ফলে লীগ টেবিলের দ্বিতীয় স্থানটা আরও পাকাপোক্ত হয় বেয়ার্নের। ১৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৩৬ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন। শুধু তাই নয়, গত অর্ধযুগেরও বেশি সময় ধরে বুন্দেসলিগায় রাজত্ব করছে তারা। তবে ২০১৮-১৯ মৌসুমের শুরুটা প্রত্যাশা অনুযায়ী করতে পারেনি বেয়ার্ন। যদিওবা এই মুহূর্তে শুরুর ব্যর্থতা কাটিয়ে উঠছে দলটি। বিশ্বকাপের পাকিস্তান ক্রিকেট দল স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের জন্য ২২ সদস্যের প্রাথমিক দল নির্বাচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঐতিহাসিক ওভালে ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এ আসর। ১৪ জুলাই ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল। চলতি দক্ষিণ আফ্রিকা সফর শেষে ২০১৯Ñএর ৩০ মার্চ পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে। পাকিস্তান প্রাথমিক দল ॥ সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, হুসেন তালাত, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শোয়েব খান, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, আনোয়ার আলী, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইরফান।
×