ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই মাস বয়সেই সেলিব্রেটি

প্রকাশিত: ০৭:০৫, ২৫ ডিসেম্বর ২০১৮

দুই মাস বয়সেই সেলিব্রেটি

স্পোর্টস রিপোর্টার ॥ জন্মের পরই বড় সেলিব্রেটি হয়ে গেছেন দুই মহাতারকা শোয়েব মালিক এবং সানিয়া মির্জার সন্তান ইজান। এখন তার বয়স মাত্র দু’মাস। বাবা-মা দু’জনকেই খেলার দুনিয়া এক ডাকে চেনে। গত অক্টোবরে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় টেনিসের অন্যতম সেরা আইকন সানিয়া মির্জার পুত্র সন্তানের জন্ম হয়েছে। এর আগে কয়েকবার সানিয়া ইনস্টাগ্রামে ছেলে ইজানের ছবি পোস্ট করলেও মুখ দেখা যায়নি। শনিবার গোটা দুনিয়া প্রথম দেখে ইজানকে। ক্যামেরার দিকে তাকিয়ে একগাল হাসছে ইজান। কী নিষ্পাপ, ভুবন ভোলানো সেই হাসি! ছবির নীচে ক্যাপশনে লিখেছেন, ‘দ্রুত গতির রাস্তায় জীবন কাটানোর মজাটাই অন্যরকম। গোটা দুনিয়াকে হ্যালো বলার এই তো সময়।’ উর্দু ভাষায় ইজান শব্দের অর্থ হলো ‘ঈশ্বরের উপহার’। শোয়েব ক্রিকেট খেলে চললেও সানিয়া এখন টেনিস কোর্ট থেকে অনেকটাই দূরে। সানিয়া বলেছেন, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে কোর্টে ফিরবেন। ততদিনে ইজান আর একটু বড় হয়ে যাবে। ভূপাল আন্তর্জাতিক মাস্টার দাবা স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মধ্যপ্রদেশের ভূপাল শহরে অনুষ্ঠানরত ভূপাল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবায় পঞ্চম রাউন্ডের খেলা শেষে উত্তরা সেন্টাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস ৫ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ৩২ জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে আছেন। তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মোঃ আবজিদ রহমান সাড়ে তিন পয়েন্ট করে, ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর তিন পয়েন্ট, মীর চেস ক্লাবের নাইম হক দুই পয়েন্ট ও আহসান আলী জুয়েল দেড় পয়েন্ট করে পেয়েছেন। সোমবার পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। পঞ্চম রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার সুব্রত ভারতের দিওদও ভ্রশালী উমেশকে ও আবজিদ ভারতের রিনিত দাসকে পরাজিত করেন।
×