ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যোগব্যায়ামে শান্তি...

প্রকাশিত: ০৭:০৫, ২৫ ডিসেম্বর ২০১৮

যোগব্যায়ামে শান্তি...

স্পোর্টস রিপোর্টার ॥ গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে কলঙ্কিত তিন ক্রিকেটারের অন্যতম ক্যামেরন ব্যানক্রফট। স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারের নির্দেশে তিনিই বল টেম্পারিং করে টিভি ক্যামেরায় ধরা পড়েন। যেহেতু তিনি বলির পাঁঠা, তাই স্মিথ-ওয়ার্নারকে এক বছর নিষিদ্ধ করা হলেও তাকে করা হয়েছে নয় মাস। আর এক সপ্তাহ পরেই তার শাস্তি শেষ হবে। তার আগে অস্ট্রেলীয় গণমাধ্যমে দেয়া এক খোলা চিঠিতে নির্বাসিত জীবনের যন্ত্রণার কথা তুলে ধরেছেন ব্যানক্রফট। বিতর্কিত ঘটনার পর দেশে ফিরে আসা, সাংবাদিকদের মুখোমুখি হওয়া, নির্বাসনের প্রথমদিকটা যে তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল সেটা উল্লেখ করে চিঠিতে ব্যানক্রফট লিখেছেন, ‘অনেকেই হয়তো আমাকে প্রতারক বলবে। তা ঠিক আছে। আমি কিন্তু সবাইকে সম্মান করব, সবাইকে ভালবাসব। কারণ আমি যেমন নিজেকেও ক্ষমা করে দিয়েছি, সে রকম বাকিদেরও ক্ষমা করেছি।’ একই সঙ্গে ব্যানক্রফট জানিয়েছেন, তার জীবনে যোগব্যায়াম কতটা প্রভাব ফেলেছে, ‘প্রথমদিকে চ্যালেঞ্জটা খুব কঠিন ছিল। সপ্তাহে ৩৫ কিলোমিটার দৌড়ানো এবং প্রতিদিন যোগব্যায়ামের (ইয়োগা) মাধ্যমে নিজেকে চাপমুক্ত রাখতাম। যোগের মাধ্যমে ভিতর থেকে নিজেকে সুস্থ করে তোলা যায়। খাপ খাইয়ে নেয়ার চেষ্টায় একটা ভুল করে ফেলেছিলাম। তার মাসুল যে কতটা মারাত্মক হতে পারে আমি দেখেছি। যোগব্যায়াম নিজেকে নতুন করে চেনাতে সাহায্য করে।’ ব্যানক্রফট আরও বলেন, ‘একটা সময় মনে হয়েছিল, ক্রিকেট আর আমার জন্য নয়। নিজেকে খুব হীন মনে হয়েছিল। নিজেকে প্রশ্ন করেছিলাম, তুমি কি আর ফিরবে? যোগব্যায়াম তখন নিজেকে নতুন করে চেনাতে শুরু করেছিল।’
×