ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএলে রাজ্জাকের ৭ উইকেট, আরিফুলের সেঞ্চুরি হাতছাড়া

প্রকাশিত: ০৭:০৫, ২৫ ডিসেম্বর ২০১৮

বিসিএলে রাজ্জাকের ৭ উইকেট, আরিফুলের সেঞ্চুরি হাতছাড়া

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সপ্তম বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম ও শেষ রাউন্ডের দুটি ম্যাচ মাঠে গড়িয়েছে সোমবার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪টি হাফসেঞ্চুরিতে শীর্ষে থাকা ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম দিনশেষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ৮ উইকেটে তুলেছে ৩৮০ রান। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল দিনশেষে ১ উইকেটে ২১ রান তুলে পিছিয়ে আছে ২৭২ রানে। আগে ব্যাট করে বিসিবি উত্তরাঞ্চল ২৯৩ রানে প্রথম ইনিংস শেষ করে। দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৬৯ রানে ৭ উইকেট নেন। আরিফুল হক ২ রানের জন্য সেঞ্চুরি পাননি। তিনি ৯৮ রানে সাজঘরে ফিরেছেন রাজ্জাকের স্পিনে এলবিডব্লিউয়ের শিকার হয়ে। উল্লেখ্য, এই রাউন্ড শেষেই নিশ্চিত হবে চ্যাম্পিয়নশিপ। সেদিক থেকে ২১.৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মধ্যাঞ্চল ও ২০.৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা দক্ষিণাঞ্চল আছে সবচেয়ে ভাল অবস্থানে। পূর্বাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ (সিলেট) ॥ টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পূর্বাঞ্চল। পয়েন্ট টেবিলের তিনে থাকা দলটি নিজেদের শিরোপা জয়ের লড়াইয়ে আসতে শীর্ষে থাকা মধ্যাঞ্চলের বিপক্ষে দারুণ কিছুই করেছে প্রথম দিনে। প্রথম ওভারেই পেসার তাসকিন আহমেদ সাজঘরে ফেরান ওপেনার রনি তালুকদারকে (০)। কিন্তু এরপর ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ১৩৬ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও মুমিনুল হক। মুমিনুল ৯৫ বলে ৯ চারে ৮২ এবং ইমরুল মাত্র ৭৯ বলে ১২ চারে ৭৮ রান করে সাজঘরে ফেরেন। পরে মাহমুদুল হাসান ১০৭ বলে ৯ চারে অপরাজিত ৭৪ ও জাকির হাসান ৭৭ বলে ৯ চারে ৫৭ রান করলে ৮ উইকেটে ৩৮০ রান নিয়ে দিন শেষ করে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন ও মোশাররফ হোসেন রুবেল। উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ (চট্টগ্রাম) ॥ টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬০ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল উত্তরাঞ্চল। তবে এরপর ধস নামে রাজ্জাকের ভয়াল ঘূর্ণি আঘাতে। ১৩৬ রানেই ৬ উইকেট হারিয়ে বিপর্যস্ত উত্তরাঞ্চলকে বাঁচিয়েছেন আরিফুল ও জিয়াউর রহমান। সপ্তম উইকেটে তারা ১৩৫ রানের জুটি গড়েন। জিয়া ১০৩ বলে ৭ চার, ২ ছক্কায় ৬৯ রানে সাজঘরে ফিরলেও আরিফুল সেঞ্চুরির কাছাকাছি চলে যান। কিন্তু ১৫১ বলে ৬ চার, ৩ ছক্কায় ৯৮ রান করার পর এলবিডব্লিউর শিকার হন রাজ্জাকের। দুই বল পরেই এবাদত হোসেনকে বোল্ড করে নিজের ৭ উইকেট পূর্ণ করেন তিনি। আর ২৯৩ রানেই গুটিয়ে যায় উত্তরাঞ্চলের ইনিংস। দিনশেষে শাহরিয়ার নাফিসের (১) উইকেট হারিয়ে ২১ রান তুলে এখনও ২৭২ রানে পিছিয়ে আছে দক্ষিণাঞ্চল।
×