ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বড়দিনের উৎসবে মেসি-রোনাল্ডো-নেইমাররা

প্রকাশিত: ০৭:০৪, ২৫ ডিসেম্বর ২০১৮

বড়দিনের উৎসবে মেসি-রোনাল্ডো-নেইমাররা

স্পোর্টস রিপোর্টার ॥ পুরো বিশ্ব এখন বড়দিনের উৎসবে ব্যস্ত। এ আনন্দে বাদ থাকছেন না ক্রীড়াঙ্গনের তারকারাও। এই যেমন ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমাররাও উৎসব করছেন। এই সময়ে সব ধরনের খেলাধুলায় বিরতি চলছে। সবাই ব্যস্ত বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে। মেসি, রোনাল্ডোরাও ছুটি পেয়ে এ উৎসবে শামিল হয়েছেন। বড়দিনের আনন্দ শেষে আবারও সবাই ময়দানী লড়াইয়ে ব্যস্ত হয়ে উঠবেন। বড়দিনের পরের দিনই ইংলিশ প্রিমিয়ার লীগে সব দল মাঠে নামবে। তেমনি মাঠে নামবেন রোনাল্ডোও। প্রিমিয়ার লীগ ও ইতালিয়ান সিরি এ শুরু হলেও স্প্যানিশ লা লিগাসহ বাকি লীগগুলো শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে জয়ের পরই ছুটি পেয়েছেন বার্সিলোনার ফুটবলাররা। পরিবার ও সন্তানদের নিয়ে এই সময়টা বরাবরই নিজেদের মতো করে উপভোগ করেন ফুটবলাররা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ শেষে অল্প কিছুক্ষণের মধ্যে ব্যক্তিগত বিমানে উঠেন মেসি। সঙ্গে জীবনসঙ্গী এ্যান্টোনেলা রোকুজ্জো আর তিন সন্তান থিয়াগো, মাটেও ও চিরো। ক্লাব সতীর্থ ও বন্ধু লুই সুয়ারেজ এবং তার পরিবারকেও নিজের বিমানে তুলেছেন মেসি। জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে নেমেছেন মেসি। এরপর সুয়ারেজের পরিবারকে নামিয়ে আসা হয়েছে উরুগুয়েতে। ২ জানুয়ারি পর্যন্ত বড়দিনের ছুটি পেয়েছেন মেসি। বার্সায় মেসি ছাড়া দক্ষিণ আমেরিকার সব খেলোয়াড়ই এ সময় পর্যন্ত ছুটি কাটাবেন। বার্সার বাকি খেলোয়াড়দের ৩০ ডিসেম্বরের মধ্যে ফিরবেন ন্যূক্যাম্পে। রোজারিওর মালভিনাস বিমানবন্দরে মেসি তার পরিবার নিয়ে নামার পরই শোরগোল পড়ে যায়। বিমানবন্দরের অনেক কর্মী এ সময় মেসির সঙ্গে ছবি তুলেছেন। ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত আর্জেন্টাইন এই তারকা যে ফুটবল থেকে কিছুদিনের জন্য দূরে থাকবেন, তা বলাই বাহুল্য। বড়দিনে অনেকেই নিজ বাসায় থেকে ছুটি উপভোগ করতে চাইলেও সার্জিও বসকুয়েটস এ দলভুক্ত নন। বার্সা ডিফেন্ডার তার পরিবার নিয়ে এবারের বড়দিন প্যারিসে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একা নন, প্যারিসে যাচ্ছেন উসমানে ডেম্বেলেও। কয়েকজন বন্ধু নিয়ে ব্যক্তিগত বিমানে প্যারিসে গেছেন বার্সার এই ফরোয়ার্ড। বড়দিনের ছুটি শেষে ৬ জানুয়ারি গেটাফের মুখোমুখি হবে বার্সিলোনা। বড়দিনের ছুটি কাটাচ্ছেন রোনাল্ডো-মেসিও। তারাও তাদের পরিবার নিয়ে উৎসব ভাগাভাগি করছেন। বড়দিনকে বলা হয়ে থাকে মহা আনন্দের দিন। সারা বিশ্বের খ্রীস্টধর্মাবলম্বীরা দিনটি পালন করে থাকে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে। বড়দিনের আগের রাতে এবং বড়দিনের সকালে গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান হয়। এদিন সব বাড়িতেই থাকে কেক, পিঠা, কমলালেবু, পোলাও-বিরিয়ানিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও উন্নতমানের খাবার দাবারের আয়োজন। বেড়ানো, অতিথি আপ্যায়ন আর আনন্দ-উল্লাসের মধ্য দিয়েই কেটে যায় আনন্দের দিন বড়দিন। ক্রীড়াঙ্গনের তারকারাও আপনজনদের সান্নিধ্যে বড়দিন উদযাপন করছেন।
×