ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেলবোর্নে দুটি সেঞ্চুরি হাঁকাবেন রাহানে!

প্রকাশিত: ০৭:০২, ২৫ ডিসেম্বর ২০১৮

মেলবোর্নে দুটি সেঞ্চুরি হাঁকাবেন রাহানে!

শাকিল আহমেদ মিরাজ ॥ কঠিন অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টেই মনে রাখার মতো জয় পায় ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে হেরে যায় অতিথিরা। বিশেষ করে টপঅর্ডারে অধিনায়ক বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা ছাড়া আর কেউ সেঞ্চুরি পাননি। তবে বর্ডার-গাভাস্কার ট্রফিতে আর দুই অঙ্কে সীমাবদ্ধ থাকতে চাইছেন না এ পর্যন্ত দুটি হাফসেঞ্চুরি পাওয়া সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে রানে ফেরা স্টাইলিশ এ ব্যাটসম্যান জানিয়েছেন ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে ইনিংস আরও বড় হবে। এমনকি দুই ইনিংসে দুটি সেঞ্চুরি হাঁকাতে চাইছেন! সেটা হলে তার দল ভারতের জন্যেই ভাল। কারণ অস্ট্রেলিয়ায় নিজেদের বাজে ইতিহাস মুছে স্মরণীয় কিছু করতে তৃতীয় টেস্টে জিততে হবে সফরকারীদের। রাহানে বলেন, ‘নিশ্চিতভাবেই সেঞ্চুরি আসবে। এ্যাডিলেড থেকে যে ছন্দে ব্যাট করছি, তাতে সত্যিই নিশ্চিত যে এই টেস্টে তা আসবে। আমার তো মনে হচ্ছে, দুটো সেঞ্চুরি করব এই টেস্টে! তবে এগুলো নিয়ে এখন না ভাবাই এখন জরুরী। যে ভাবে ব্যাটিং করে আসছি, সেই ভাবেই ব্যাট করতে হবে। যদি পরিস্থিতি ঠিকঠাক পড়ে ফেলতে পারি, সেইমতো ব্যাট করতে পারি, তবে তাতে দলেরই উপকার হবে। ব্যক্তিগত মাইলস্টোনের কথা আসবে দলের পরে।’ ভারতের সময়ের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটসম্যান রাহানে। চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফর, ইংল্যান্ড সফরের পর চলতি অস্ট্রেলিয়া সফরেও সেঞ্চুরি পাননি। অথচ, বিদেশে তার ব্যাটিং গড় পঞ্চাশেরও বেশি। এই বছরে এখনও পর্যন্ত ১১ টেস্টের ১৯ ইনিংসে ৩২.০৫ গড়ে ৬০৯ রান করেছেন। তার মধ্যে হাফসেঞ্চুরি ৫৪। ‘বক্সিং ডে টেস্টে’ সেই কারণেই অজিঙ্ক রাহানের লক্ষ্য সেঞ্চুরি। চার টেস্টের সিরিজ এখন ১-১ অবস্থায়। বাকি দুই টেস্টে কী হবে? রাহানে বলছেন, ‘আমরা এখন এটাকে দুই ম্যাচের সিরিজ হিসেবে দেখছি। প্রথম দুই টেস্টের পর আমরা বিশ্রাম পেয়েছি। যা খুব গুরুত্বপূর্ণ। বিশ্রামের অবশ্য ভাল-মন্দ দুটো দিকই রয়েছে। তবে আমাদের দলের কাছে এটা অবশ্যই ভাল দিক। আর মেলবোর্ন টেস্টে আমরা নতুনভাবে শুরু করব।’ ওদিকে মাঠে কোহলির আগ্রাসী আচরণ নিয়ে অনেক কথা হচ্ছে। অনেকে পছন্দ করছেন, অনেকে আবার নিন্দা করছেন। তবে অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্কের মতে, কোহলি আসলেই অসাধারণ। আইপিলে বেঙ্গালুরুর হয়ে খেলার অভিজ্ঞতা থেকে ভারত অধিনায়ককে ‘ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন’ হিসেবে চিহ্নিত করে অজি পেস আক্রমণের প্রধান আস্ত্র। বাঁ-হাতি পেসারের টুইট, ‘বেশ কয়েকটা আইপিএল খেলেছি বিরাটের সঙ্গে। অধিনায়ক বিরাটের নেতৃত্বে খেলা দারুণ ব্যাপার। আর এমনিতে ক্রিকেটার হিসেবেও বিরাট অসাধারণ। ভারত এই সিরিজে যে ভাবে খেলছে, তার কৃতিত্ব বিরাটেরই।’ সদ্য মিচেল জনসন বলেছিলেন যে অজিঙ্কা রাহানে ভারতের অধিনায়ক হিসেবে অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারেন। জনসন একা নন, অজি ক্রিকেট মহলেই কোহালির আচরণ নিয়ে চলছে সমালোচনা। ভারত অধিনায়ককে ‘নিপাট ভদ্রলোক’ হিসেবে চিহ্নিত করেছিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন আবার কোালিকে অনেকাংশে অস্ট্রেলীয় বলেই জানিয়েছেন। বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অধিনায়ক টিম পেন আবার কোহলির সঙ্গে মাঠের কথাবার্তা উপভোগ করছেন!
×