ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ৪ দিন জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৬:৪৬, ২৫ ডিসেম্বর ২০১৮

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ৪ দিন জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের কারণে ৪ দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ৬টি জাহাজ চলাচল করছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তার কথা মাথায় রেখে ৪ দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান কাজল বলেন, আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চারদিন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। নির্বাচনে নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ী হত্যায় জড়িতদের বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ ডিসেম্বর ॥ পীরগঞ্জ উপজেলার কোষরাণীগঞ্জে মুদি ব্যবসায়ী তাইজুল ইসলামের খুনীদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও নাকাটি বাজার ব্যবসায়ী সমিতি। সোমবার সকালে একটি মিছিল নাকাটি বাজার থেকে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, কোষারাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা, নুরুল আমিন, গৌতম রায়সহ স্থানীয়রা। বক্তরা ব্যবসায়ী তাইজুলের খুনীদের দ্রুত শাস্তির দাবি জানান।
×