ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধানের শীষের ছাতার তলে আবারও জঙ্গীরা আশ্রয় নিয়েছে ॥ বাদশা

প্রকাশিত: ০৬:৪৬, ২৫ ডিসেম্বর ২০১৮

ধানের শীষের ছাতার তলে আবারও জঙ্গীরা আশ্রয় নিয়েছে ॥ বাদশা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ধানের শীষের ছাতার তলে আবারও জঙ্গীরা আশ্রয় নিয়েছে উল্লেখ করে রাজশাহী-২ (সদর) আসনের ১৪ দল মনোনীত এবং মহাজোট সমর্থিত প্রার্থী ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, শহরে ফের তারা মুখোশ পরে মিছিল করছে। এটা শুভ লক্ষণ নয়। এদের প্রতিরোধ করতে হবে। সোমবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে গণসংযোগের শুরুতে তিনি এসব কথা বলেন। ফজলে হোসেন বাদশা বলেন, ইতোমধ্যে মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে শোনা যাচ্ছে, ২৮ তারিখ থেকে নাশকতা চালাতে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন। তার বিরুদ্ধে ১৭টি মামলা। তাদের নাশকতার পরিকল্পনা নস্যাত করে দিতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এদিন নগরীর ১২, ২০, ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। সকালে ১২ নম্বর ওয়ার্ডের সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করেন। দুপুর পর্যন্ত তিনি বড়কুঠি, ফুদকিপাড়া, টিকাপাড়া, আলুপট্টি, ঘোড়ামারা, রাণীবাজার, বেলদারপাড়া ও অলোকার মোড় এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন। দেশকে জঙ্গীবাদের হাত থেকে রক্ষা করে উন্নয়নের ধারাবাহিকতায় থাকতে তিনি সবার কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু প্রমুখ উপস্থিত ছিলেন।
×