ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হয়রানি বন্ধ না হলে কারাবরণের ঘোষণা ঐক্যফ্রন্টের

প্রকাশিত: ০৬:৪১, ২৫ ডিসেম্বর ২০১৮

হয়রানি বন্ধ না হলে কারাবরণের ঘোষণা ঐক্যফ্রন্টের

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৪ ডিসেম্বর ॥ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করা না হলে স্বেচ্ছায় কারাবরণ করবেন বলে জানিয়েছেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপি নেতা এমদাদুল হক ভরসা। সোমবার নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, আমরা হিংসা বিদ্বেষ চাই না। সুষ্ঠু ও শৃঙ্খলভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক এটা আমাদের চাওয়া। সাধারণ মানুষ ভোট দিতে চায়। তারা ভোট দিলে এই আসনে ধানের শীষ বিপুল ভোটে জয় লাভ করবে। অথচ সরকার পক্ষের লোকজন ও প্রশাসন প্রতিনিয়ত তার দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, অফিস ভাংচুরসহ নানাভাবে হয়রানি করছে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক ও লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার মিলছে না। তিনি বলেন, এভাবে গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে তার দলের লোকজনসহ তিনি স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত। সংবাদ সম্মেলন থেকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান বিএনপি নেতা নাজির হোসেনকে সোমবার দুপুরে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা জানান এমদাদুল হক ভরসা।
×