ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পঞ্চম ও অষ্টমের শিক্ষা সমাপনীতে এবারও নামী প্রতিষ্ঠানের সাফল্য

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ ডিসেম্বর ২০১৮

পঞ্চম ও অষ্টমের শিক্ষা সমাপনীতে এবারও নামী প্রতিষ্ঠানের সাফল্য

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনীতে এবারো সাফল্য ধরে রেখেছে নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যাদের অধিকাংশই পাসের হার প্রায় শতভাগ। সরকারীভাবে এখন আর সেরা প্রতিষ্ঠানের তালিকা করা না হলেও ফলাফল বলছে নামী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারো সেরা সাফল্য দেখিয়েছে। যার প্রতিটিতেই সোমবার ফল প্রকাশের দিন ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত। সকাল থেকেই ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী-অভিভাবকদের ছিল উৎকণ্ঠা। কখন তারা পাবে পরীক্ষার ফল। অবশেষে দুপুরের দিকেই মিলল সেই ফল। ফলাফল প্রকাশের পরপরই উল্লাস আর উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণেই নাচে-গানে মাতোয়ারা হয়ে পড়েছে শিক্ষার্থীরা। তাদের আনন্দে স্কুলের শিক্ষক ও অভিভাকরাও ব্যাপক খুশি। নেচে-গেয়ে ও হৈ-হুল্লোড় করে ভাল ফল অর্জনের আনন্দে মেতে ওঠে সবাই। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগম জনকণ্ঠকে জানিয়েছেন, তাদের মেয়েরা অসাধারণ সাফল্য দেখিয়েছে। দুই সমাপনীতেই পাস করেছে ১০০ ভাগ মেয়ে। জিপিএ-৫ এর ক্ষেত্রের ফল অসাধারণ। অধ্যক্ষ ছাত্রী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। প্রাথমিক সমাপনীতে মতিঝিলের আইডিয়াল শতভাগ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন শিক্ষার্থী। জেএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সামান্য কমেছে। তবে ফলাফল অসাধারণ। অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, এ বছর ৫ জন শিক্ষার্থী ফেল করেছে। সব ফল দেখলে বলতে পারব কেন ফেল করেছে। তবে আমার কাছে মনে হয়, কোন শিক্ষার্থী হয়তো একটি পরীক্ষা দিয়ে অসুস্থ হয়ে পড়েছে। পরে বাকি পরীক্ষাগুলো দিতে পারেনি তাই ফেল হয়েছে। জিপিএ কমার কারণ সম্পর্কে তিনি বলেন, অন্যান্য বছর অতিরিক্ত বিষয় যোগ করে রেজাল্ট দেয়া হয়েছিল। এবার অতিরিক্ত বিষয় বাদ দিয়ে রেজাল্ট দেয়া হয়েছে। ফলে জিপিএ কমেছে। সফলতা পেয়েছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ। এছাড়া অষ্টম শ্রেণীর পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে কলেজটির শিক্ষার্থীরা। উভয় ক্ষেত্রে শতভাগ পাসের পর জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৪০ জন।
×