ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সভা

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সভা

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কার্যকর পরিষদের সম্প্রতি অনুষ্ঠিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় সংসদ নির্বাচন-২০০১-এর পরবর্তী সময় নিরীহ সংখ্যালঘুদের ওপর উগ্র মৌলবাদীদের সশস্ত্র হামলা ও নির্যাতনে বহু লোকের প্রাণহানি এবং সম্পদ লুণ্ঠন, ২০১৩-এর শেষের দিকে এবং ২০১৪-এর প্রথম কয়েকমাস সারাদেশে মৌলবাদী উগ্রগোষ্ঠী স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি ও সংখ্যালঘুদের ওপর সশস্ত্র আক্রমণসহ আগুন সন্ত্রাসের মাধ্যমে হাজার হাজার লোকের প্রাণহানি এবং দেশব্যাপী সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে তা নিয়ে আলোচনা হয়। সেসব দুঃখজনক অভিজ্ঞতার আলোকে সভা মনে করে যে, ২০১৮-এর জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তি ঐক্যফ্রন্টের সঙ্গে ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা বিদেশী শক্তির সহায়তায় এবারের জাতীয় সংসদ নির্বাচনেও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্তিতিশীল করে তুলতে চায় বলে বিশেষজ্ঞ মহল মনে করেন। স্বাধীনতাবিরোধীদের কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের জেলা ও উপজেলা কমিটির সকল নেতাকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি নৌকা প্রতীকের পক্ষে সর্বাত্মকভাবে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। দেশব্যাপী বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের লাখ লাখ সাধারণ ভোটারকে মনে রাখতে হবে দেশের সকল মানুষের মধ্যে সুখ-শান্তি বজায় রাখার জন্য ২০১৮-এর জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় ছাড়া আর কোন বিকল্প নেই। স্বাধীনতাবিরোধী মৌলবাদীরা নির্বাচন পরবর্তী সময় সংখ্যালঘুদের ওপর যাতে কোন প্রকার আক্রমণ ও নির্যাতন করতে না পারে সে বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন, সরকারী প্রশাসনে নিয়োজিতদের এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের নেতৃবৃন্দকে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের জন্য বিনীত অনুরোধ করছি। -বিজ্ঞপ্তি
×