ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ব্রাশফায়ারে নিহত ২

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ ডিসেম্বর ২০১৮

খাগড়াছড়িতে ব্রাশফায়ারে নিহত ২

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পানছড়ি উপজেলার পুজগাং বাজারে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ২ জন নিহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দু’জনের মধ্যে একজন লোগাংয়ের বাসিন্দা চা দোকানি উজ্জল বিকাশ চাকমা ওরফে চিক্কু চাকমা (২৫) ও অপরজন স্থানীয় রাস্তার নির্মাণ শ্রমিক চট্টগ্রামের বাসিন্দা সোহেল রানা (৩০)। এ সময় সন্ত্রাসীরা ইউপিডিএফ সমর্থিত প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী অফিসও জ¦ালিয়ে দেয়। ইউপিডিএফ (প্রসীত) ঘটনার জন্য জেএসএস (এমএন লারমা) গ্রুপকে দায়ী করেছে । পুলিশ জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে ১০/১৫ জনের একটি সশস্ত্র দল পুজগাং বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় ঘটনাস্থলে লোগাংয়ের বাসিন্দা চা দোকানি উজ্জল বিকাশ চাকমা ওরফে চিক্কু চাকমা (২৫) এবং নির্মাণ শ্রমিক সোহেল রানা (৩২) ঘটনাস্থলেই নিহত হয়। এক বাঙালী নির্মাণ শ্রমিকসহ দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হয়। ঘটনার পর পুজগাং বাজারটি বন্ধ হয়ে গেছে। এর আগে সন্ত্রাসীরা ইউপিডিএফের স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী অফিস ভাংচুর ও পুড়িয়ে দেয় । এ খবর লেখার সময় গত রাতে লাশ উদ্ধারের জন্য পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। এদিকে ইউপিডিএফ-এর জেলা সংগঠক মাইকেল চাকমা ঘটনার জন্য জেএসএস (এমএন লারমা) গ্রুপকে দায়ী করে অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা দেন। তিনি তবে অভিযোগ অস্বীকার করে জেএসএস (এমএন লারমা) গ্রুপের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, এলাকাটি ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ অধ্যুষিত। এখানে অন্য কোন সংগঠনের কার্যক্রম নেই। ঘটনার সঙ্গে জেএসএস (এমএন লারমা) কোনভাবেই জড়িত নয়।
×