ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুনাফা থেকে লোকসানে ইস্টার্ন কেবল

প্রকাশিত: ০৬:৩১, ২৫ ডিসেম্বর ২০১৮

মুনাফা থেকে লোকসানে ইস্টার্ন কেবল

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন কেবলস প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে নেমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হলেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৬৫ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.০৩ টাকা। অর্থাৎ আগের বছর মুনাফা হলেও এ বছর কোম্পানিটির লোকসান হয়েছে ১.৬৮ টাকা বা ৫ হাজার ৬০০ শতাংশ। কোম্পানিটির চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৮২ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার দেশবন্ধু পলিমারের ক্যাটাগরি পরিবর্তন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানির শেয়ারটি এখন এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে লেনদেন হবে। আগামী বুধবার থেকে বি ক্যাটাগরিতে লেনদেন হবে কোম্পানিটি। কোম্পানিটি ইতোমধ্যে পরিচালনা পর্ষদের ঘোষণা করা ৫ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা দিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী আগামী সোমবার থেকে লেনদেনের প্রথম ৩০ কার্যদিবস কোম্পানিটির শেয়ার কিনতে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না। -অর্থনৈতিক রিপোর্টার
×